উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

সেলিম ছোটবেলা থেকে ওস্তাদের পিছনে ঘুরে দক্ষ ম্যাকানিক হয়েছে। এখন তার নিজের গ্যারেজ। অনেক দূর থেকে লোকেরা তার গ্যারেজে গাড়ি সারাতে আসে। সে নতুন আরেকটা গ্যারেজ করেছে। সেখানে শিক্ষিত ম্যানেজার ও ভালো ম্যাকানিক রাখলেও তা সুবিধা করতে পারছে না।

নতুন গ্যারেজটি ভালো করার জন্য আবশ্যক হলো- 

i. খুব কমমূল্যে সেবা প্রদান 

ii. সেলিমকে নতুন গ্যারেজে সময় দেয়া 

iii. নতুন গ্যারেজ সম্পর্কে প্রচার কার্যক্রম গ্রহণ করা

নিচের কোনটি সঠিক?

Created: 5 months ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Promotion