রাসুল (স) বলেছেন, 'কোনো মুসলমান যদি কোনো বৃক্ষরোপণ করে অথবা কোনো শস্যের বীজ বপন করে তারপর উহা থেকে কোনো ফল উৎপন্ন হয়, আর উহা যদি কোন মানুষ, পশু-পাখি বা অন্য কেহ ভক্ষণ করে তবে তা সে ব্যক্তির জন্য সাদকা বলে গণ্য হবে।"
হাদিসে নিচের কোন বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে?