জব ০২ঃ লেয়ার বাচ্চার ব্রুডিং

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
15
15

জব ০২ঃ লেয়ার বাচ্চার ব্রুডিং

পারদর্শিতার মানদন্ড :

  • সুস্থ ও সবল লেয়ার হাইব্রিড বাচ্চা নির্বাচন ও সংগ্রহ করা 
  • বাচ্চা গণনা করে ধারণ ক্ষমতা অনুযায়ী ব্রুডারে অবমুক্ত করা
  • লেয়ার বাচ্চা পালনের উপযুক্ত পরিবেশ (তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু প্রবাহ) নিশ্চিত করা
  • ব্রুডিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)

 

(খ) প্রয়োজনীয় মালামাল ( Raw Materials)

 

(গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)

 

(ঘ) কাজের ধারা:

১. সহজে আলো বাতাস চলাচল করতে পারে এমন একটি ঘর নির্বাচন করো। 

২. ঘরটি ভালভাবে পরিস্কার করো। 

৩. জীবাণুনাশক দিয়ে ঘরটি ভালভাবে জীবাণুমুক্ত করো । 

৪. ঘরটি শুকানোর পর মেঝেতে শুল্ক লিটার বিছিয়ে দাও ৩ ইঞ্চি হতে ৪ ইঞ্চি পুরু করে । 

৫. ঘরটির সুবিধাজনক স্থানে প্রয়োজনানুসারে (এক /একাধিক) ব্রুডার স্থাপন কর। ৩০০-৪০০টি বাচ্চার জন্য ১টি ৪ফুট ব্যাস বিশিষ্ট ব্রুডার নাও।

৬. বাচ্চার সংখ্যানুসারে ব্রুডারের চতুর্দিকে প্রয়োজনীয় দূরত্বে চিকগার্ড স্থাপন করো । 

৭. চিকগার্ডের ভিতরে লিটারের উপর পেপার বিছিয়ে দাও। 

৮. পেপারের উপর প্রয়োজনানুযায়ী খাবার ট্রে ও পানির ট্রে স্থাপন করো । 

৯. থার্মোমিটার ও হাইগ্রোমিটার বাচ্চার গলার সমান উচ্চতায় ঝুলিয়ে দাও । 

১০. বাচ্চা ছাড়ার ১২ ঘন্টা পূর্বে ব্রুডার চালু করে থার্মোমিটার ও হাইগ্রোমিটারের সাহায্যে তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপ করো এবং খেয়াল রাখ তা কাঙ্খিত মাত্রায় আছে কি না । 

১১. প্রয়োজনীয় তাপমাত্রা উঠলে চিকগার্ডের ভিতরে একদিনের বাচ্চা ছাড়।

 

ব্রুডিং পিরিয়ডে বিভিন্ন বয়সে প্রয়োজনীয় তাপমাত্রা নিম্নরূপ :

১২. ব্রুডিংকালে তাপমাত্রা কম বেশী হলে বাচ্চার অবস্থান নিম্নরূপ লক্ষ্য করা যায় তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করো :

বাচ্চার অবস্থান দেখে তাপমাত্রা নির্ণয় :-

 

১৩. ব্রুডিং কালে বাচ্চাকে তালিকা মোতাবেক প্রয়োজনীয় ষ্টার্টার রেশন ও বিশুদ্ধ পানি পরিবেশন করো। 

১৪. নির্ধারিত তালিকা মোতাবেক ঔষধপত্র ও টিকা প্রদান করো । 

১৫. ছয় সপ্তাহ পর ব্রুডার এবং চিক গার্ড সরিয়ে ফেল। 

১৬. বাচ্চাকে গ্রোয়ার শেডে স্থানান্তর করো । 

১৭. সকল তথ্য রেকর্ড শীট ও রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করো।

 

সতর্কতাঃ

লিটার ভিজে গেলে দ্রুত সরিয়ে নতুন লিটার দিতে হবে। 

পানির পাত্র প্রতিদিন জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে। 

টিকাদান কর্মসূচী সঠিকভাবে অনুসরণ করতে হবে।

 

 

Content added By
Promotion