সেটের ছেদ(Intersection of set)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - উচ্চতর গণিত - সেট ও ফাংশন | NCTB BOOK

A ও B সেট হলে এদের ছেদ সেট হচ্ছে AB={x:xA এবং xB}।

অর্থাৎ A ও B সেটের সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটই An B

উদাহরণ ৮. সার্বিক সেট U={0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9} এর দুইটি উপসেট  A = {x : x মৌলিক সংখ্যা} এবং B = {x : x বিজোড় সংখ্যা}।

তাহলে A = {2, 3, 5, 7} এবং B = {1, 3, 5, 7, 9}।

সুতরাং AB = {1, 2, 3, 5, 7, 9}, AB = {3, 5, 7},

A'= {0, 1, 4, 6, 8, 9}, B' = {0, 2, 4, 6, 8},

A'B' = {0, 1, 2, 4, 6, 8, 9}, A'B' = {0, 4, 6, 8},

AB'= {0, 1, 2, 4, 6, 8, 9}, AB' = {0, 4, 6, 8} ।

Content added By
Promotion