মুছে ফেল হৃদয়ের শোণিতের দাগ
ভুলে যাও শোক যাহা আছে
অতীতের স্মৃতিটুকু থাক পিছে পড়ে
তারে আর ডাকিও না কাছে।
নবগানে নবতানে পুরিয়া অন্তর
কর্মভূমে হও অগ্রসর
হৃদয়ের সংকীর্ণতা করি পরিহার
বিশ্বপ্রেমে মাতাও অন্তর
পয়লা বৈশাখের মধ্যে যে কৃত্রিমতা, বিলাসিতা ও ফ্যাশনের অপসংস্কৃতি ঢুকে পড়েছে, সেই অবস্থা থেকে একে উদ্ধার করা প্রয়োজন।
বাংলা নববর্ষ বাঙালির প্রাণের আবেগ-উচ্ছ্বাসমণ্ডিত। এক সময় নানা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এই নববর্ষ পালিত হতো। ব্যবসায়ীদের হালখাতা, মিষ্টি বিতরণ ছাড়াও মেলা ও নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। কিন্তু আজ এখানে প্রবেশ করেছে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের বুর্জোয়া বিলাস যা পয়লা বৈশাখের স্বাভাবিকতাকে ক্ষুণ্ণ করেছে। তাই এটিকে এই অবস্থা থেকে উদ্ধার করতে হবে।