Academy

উদ্দীপক (১): নববর্ষে যাবো এবার লক্ষ্মীপুরের মেলা 

বাঁশি কিনবো, বেলুন কিনবো, দেখবো লাঠি খেলা।

উদ্দীপক (২): বাঙালির এই প্রাণের মেলা থামিয়েছিল যারা 

লাঠি দিয়ে বীর বাঙালি ওদের করলো দেশছাড়া।

উদ্দীপক (১) 'পয়লা বৈশাখ' প্রবন্ধের যে অংশের সাথে সাদৃশ্যপূর্ণ তার পরিচয় দাও। (প্রয়োগ)

Created: 2 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago

উদ্দীপক (১)-এর সঙ্গে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের গ্রামীণ মেলার বর্ণনার মিল রয়েছে। 

পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম মাসের প্রথম দিন। এই দিনটি বাঙালির আনন্দ-উৎসবের দিন। বাঙালি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলা নববর্ষকে বরণ করে নেয়।

উদ্দীপক (১)-এ বাঁশি ও বেলুন কেনার কথা বলা হয়েছে। প্রবন্ধেও নববর্ষের উৎসবের কথা বলা হয়েছে। সেখানে সবাই এক হয়ে উৎসব পালন করার কথা বলা হয়েছে। বাংলা নববর্ষ বাঙালির অন্যতম জাতীয় উৎসব। এটির ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। তবে কালের যাত্রাপথে এটির উদ্যাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে। 'পয়লা বৈশাখ' প্রবন্ধে লেখক গ্রাম-নগর নির্বিশেষে বাংলার সব মানুষের এই উৎসবটি পালনের কথা বলেছেন। তখন হিন্দু-মুসলমান-বৌদ্ধ কি খ্রিষ্টান হোক, সবাই স্বতঃস্ফূর্তভাবে বাংলা নববর্ষের উৎসবে যোগ দিত। পরস্পরের বাড়িতে যাওয়া-আসা, শুভেচ্ছা বিনিময়, খাওয়া-দাওয়া, নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব, মেলা ও প্রদর্শনী মিলিয়ে সারা বছরের অন্য দিনগুলো থেকে এই দিনটি স্বতন্ত্র ও গৌরবমণ্ডিত হয়ে উঠত। উদ্দীপক (১)-এর বর্ণনার সঙ্গে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের এই বর্ণনার মিল রয়েছে।

2 months ago

বাংলা সাহিত্য

Please, contribute to add content.
Content
Promotion