Academy

জনাব খালেক শেখ ২০১৭ সালের ১ জুলাই ১,২০,০০০ টাকা এবং ৭৫,০০০ টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসায় আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ :

জুলাই ৪ নগদে ৬৬,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো ।
জুলাই ৮ ধারে ৮৫,০০০ টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল ।
জুলাই ১২ নগদে ৩০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো ।
জুলাই ১৫ মাসিক ১৫,০০০ টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ করা হলো ।

জুলাই ২০ ব্যবসায়ের প্রয়োজনীয় মনিহারি ক্রয় করে নগদ ৮,০০০ টাকা প্রদান করা হলো।
জুলাই ২৫ চেক দ্বারা বিক্রয় ৮০,০০০ টাকা ।
জুলাই ৩০ মালিক কর্তৃক উত্তোলন ৫,৭৫০ টাকা ।

পিউ ট্রেডার্সের জুলাই মাস শেষে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় কর।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

দুতরফা দাখিলা পদ্ধতি

সমগ্র বিশ্বব্যাপী ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত এবং পরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত স্বত্বায় প্রকাশ করা হয়। ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই।

এই অধ্যায় শেষে আমরা-

  • লেনদেনের দ্বৈত স্বত্বা নীতি ব্যাখ্যা করতে পারব।
  • দুতরফা দাখিলা পদ্ধতির ধারণাও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
  • দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যা করতে পারব।
  • লেনদেনে জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত/চিহ্নিত করতে পারব।
  • হিসাবচক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারব।
  • লেনদেনের জন্য উপযুক্ত হিসাবের বই চিহ্নিত করতে পারব।
  • একতরফা দাখিলার ধারণা নিয়ে ব্যবসায়ের মুনাফা নির্ণয় করতে পারব।
Content added By
Promotion