NATO-North Atlantic Treaty Organisation (ন্যাটো)

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
104
104

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO- North Atlantic Treaty Organization) আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের সমাজতন্ত্র বিরোধী পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার ১২টি দেশকে নিয়ে ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ভিত্তিক এ সামরিক জোটের বর্তমান সদস্য দেশ ৩২ টি। যার সর্বশেষ সদস্য সুইডেন(৭ মার্চ, ২০২৪ সালে)। সংস্থাটির বর্তমান মহাপরিচালক জেনস স্টলটেনবার্গ। উল্লেখ্য, ন্যাটোর বিপরীতে গঠিত সোভিয়েত ইউনিয়ন ভিত্তিক সংগঠন Warsaw Pat (বর্তমানে বিলুপ্ত)।

ন্যাটোর সদস্য সংখ্যা- ৩২

১২ টি দেশ ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য

  • কানাডা
  • ইতালি
  • বেলজিয়াম
  • লুক্সেমবার্গ
  • আইসল্যান্ড
  • নেদারল্যান্ডস
  • ডেনমার্ক
  • নরওয়েপর্তুগাল
  • যুক্তরাজ্য 
  • যুক্তরাষ্ট্র
  • ফ্রান্স 

অন্যান্য 

  • গ্রিস
  • লাটভিয়া
  • স্লোভাকিয়া
  • স্পেন
  • তুরস্ক
  • এস্তোনিয়া
  • জার্মানি
  • হাঙ্গেরি
  • লিথুয়ানিয়া
  • মন্টিনিগ্রো
  • রোমানিয়া
  • পোল্যান্ড
  • উত্তর মেসিডোনিয়া
  • স্লোভেনিয়া
  • আলবেনিয়া
  • ক্রোয়েশিয়া
  • বুলগেরিয়া
  • চেক প্রজাতন্ত্র
  • ফিনল্যান্ড
  • সুইডেন

 

জেনে নিই 

  • NATO- North Atlantic Treaty Organization. 
  • প্রতিষ্ঠা  ৪ এপ্রিল,১৯৪৯ সালে। 
  • সদস্য সংখ্যা- ৩২টি (সর্বশেষ সুইডেন ৭ মার্চ, ২০২৪ সালে) ।
  •  বর্তমান সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম। 
  • পূর্বে সদর দপ্তর ছিল - ফ্রান্সের প্যারিসে। 
  • প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা- ১২টি। 
  • ন্যাটো প্রস্তাবকারী রাষ্ট্র-যুক্তরাষ্ট্র।
  • NATO এর বিপরীত জোট বলা হতো- ওয়ারশ প্যাক্টকে [বর্তমানে বিলুপ্ত]
  • NATO'র মুসলিম সদস্য- ২টি (তুরস্ক ও আলবেনিয়া) ।
  • NATO ভুক্ত ইউরোপের বাইরের দেশ- যুক্তরাষ্ট্র ও কানাডা। 
  • সবচেয়ে বেশি খরচ বহন করে- যুক্তরাষ্ট্র (৭৩%)।
  • NATO'র সহযোগী সদস্য- রাশিয়া (১৯৯১ সাল থেকে)।
  • NATO'র বহুজাতিক বাহিনী- ISAF- International Security Assistance Force 
  •  ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রধান কারণ ইউক্রেনের ন্যাটো জোটে যোগদানের আগ্রহ।
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

৪ এপ্রিল ১৯৪৯
৪ মার্চ ১৯৪৯
৪ ফেব্রুয়ারি ১৯৪৯
৪ মে ১৯৪৯
Promotion