সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান - পরিবর্তিত পাতা

পরিবর্তিত পাতা

কিছু কিছু উদ্ভিদের কতগুলো জৈবিক কাজ সম্পন্ন করার জন্য পরিবর্তিত হয়। যেমন-

 

ক) পতঙ্গ ফাঁদ: কলসি উদ্ভিদ, ঝাঁঝি, সূর্যশিশির প্রভৃতি উদ্ভিদের পাতা আমিষ খাদ্যের জন্য পতঙ্গ ধরার ফাদ হিসেবে কলসি, থলি প্রভৃতিতে বিবর্তিত হয়। এ ধরনের উদ্ভিদকে পতঙ্গভুক উদ্ভিদ বলে।

 

খ) প্রজনন: পাথরকুচির পাতার কিনারায় কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূলও গজায়।

গ) কণ্টকপত্র: পাতা কখনও কাটায় পরিণত হয়। যেমন- লেবু।

ঘ) সঞ্চয় খাদ্য: পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী পাতা পুরু ও রসালো হয়। এসব পাতায় খাদ্য জমা থাকে।

 

Content added By
অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়
অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
অধিক পরিমাণে কার্বন মনো অক্সাইড নির্গত হয়
বিষাক্ত সায়ানাইড নির্গত হয়

আরও দেখুন...

Promotion