বায়ুপ্রবাহ

- সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান | | NCTB BOOK

বায়ুর প্রবাহ

বায়ুর তাপের প্রধান উৎস সূর্য। বায়ুমন্ডলের মোট শক্তির ৯৯.৯৭% আসে সূর্য থেকে। সূর্য তেকে আগত এ শক্তি বায়ুমন্ডল তাপীয় শক্তি বা গতিশক্তি আকার ধারণ করে। উচ্চতা বৃদ্ধির ষাথে সাথে বায়ুমন্ডলীয তাপমাত্রা হ্রাস পায়। সাধারণত প্রতি ১০০০ মি. উচ্চতায় ৬০ সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়।

 

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

বায়ুর তাপ বৃদ্ধি করে।
এসিড বৃষ্টিপাত ঘটায়
ওজোনস্তর ধ্বংস করে
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
অক্সিজেন
হাইড্রোজেন
কার্বন ডাই অক্সাইড
নাইট্রোজেন
Promotion