রংপুর জেলা

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - রংপুর জেলা
  • কামরূপের রাজা ভগদত্তের রঙ্গমহল থেকে এর নামকরণ করা হয় রংপুর।
  • তিস্তা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের বড় সেচ প্রকল্প- তিস্তা সেচ প্রকল্প-রংপুর।
  • তামাক ও পাট বেশি উৎপাদিত হয়- রংপুরে। বাংলাদেশের প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ-রংপুরের মিঠাপুকুরে।
  • রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে তামা আবিষ্কৃত হয়েছে।
  • বিখ্যাত স্থান- কারমাইকেল কলেজ, তাজহাট জমিদার বাড়ি।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কবি হায়াৎ মাহমুদ, সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহম্মদ। এরশাদ, বিচারপতি ও সাবেক প্রেসিডেন্ট আবু সাঈদ।
Content added || updated By

Promotion

Promotion