ক্যানিং (১৮৫৮-১৮৬২)

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - ক্যানিং (১৮৫৮-১৮৬২)
  • উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ক্যানিং ।
  • ক্যানিং উপমহাদেশের প্রথম ভাইসরয় ছিলেন।
  • তিনি উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করেন- ১৮৫৭ সালে।
  • ক্যানিং এর আমলে ১৮৫৭ সালে উপমহাদেশে সিপাহি বিদ্রোহ হয়।
  • ১৮৬১ সালে লর্ড ক্যানিং উপমহাদেশে পুলিশ সার্ভিস ও ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেন।
  • জমিদারদের থেকে রায়তদের রক্ষার্থে (Tenancy Act 1885) পাশ করেন।
Content added By
চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
দ্বৈত শাসন ব্যবস্থা
সতীদাহ নিবারণ ব্যবস্থা
পুলিশ ব্যবস্থা
Promotion