চৌম্বক পদার্থ

সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান - চৌম্বক পদার্থ

চৌম্বক পদার্থ (Magnetic material)

যে সকল পদ থেকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বককে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। যেমন- লোহা, লোহার যৌগ, লোহার সংকর ধাতু (যেমন- ইস্পাত) নিকেল এবং কোবাল্ট ইত্যাদি। যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদের চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। লোহা ইস্পাত ও কোবাল্ট বাদে প্রায় সব অচৌম্বক পদার্থ। যেমন- সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা টিন ইত্যাদি। ক্যাসেট প্লেয়ারের টেপে চৌম্বক পদার্থ যেমন (CrO2) ব্যবহার করা হয়। ক্যাসেটের ফিতার শব্দ চৌম্বক ক্ষেত্র হিসেবে রক্ষিত থাকে।

 

Content added By

Promotion

Promotion