ভাব সম্প্রসারণ করুন: “নিজেকে জানো”

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

নিজেকে জানো

Know thyself (নিজেকে জানো) উক্তিটি করেছেন বিখ্যাত দার্শনিক সক্রেটিস। অন্যকে বা পৃথিবীকে জানতে হলে অবশ্যই নিজেকে জানতে হবে। নিজেকে জানা বলতে বুঝানো হচ্ছে নিজের ভিতরের সুকুমার বৃত্তিগুলোকে জানা ও সঠিকভাবে ব্যবহার করা এবং মন্দ দিকগুলোকে পরিহার করা। প্রত্যেক মানুষের মধ্যে মহান আল্লাহ্ পাক অপার সম্ভাবনার ক্ষেত্র তৈরী করে রেখেছেন। সেই ক্ষেত্রকে সবদিক থেকে বিকশিত করাই হলো নিজেকে জানা ও চেনা। নিজের মধ্যে লুকিয়ে থাকা হাজার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকা হাজারো প্রতিভাকে জাগ্রত করতে হবে। যখন নিজেকে ভালোমতো জানা হবে তখন সহজেই আপনি আপনার খারাপ দিকগুলোকে পরিহার করতে পারবেন। দেশ ও সমাজের উন্নয়নের জন্য একজন সঠিক মানুষের অনেক ভূমিকা থাকে। আর একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে নিজেকে জানাটা খুবই জরুরী।

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion