স্বরধ্বনি ও ব্যাঞ্জনধ্বনি কাকে বলে? মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

স্বরধ্বনিঃ যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি বা Vowel sound. যেমনঃ অ, আ, ই, উ ইত্যাদি।

ব্যাঞ্জনধ্বনিঃ যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি বা Consonant sound. যেমনঃ ক, চ, ট, ত, প ইত্যাদি। মৌলিক স্বরধ্বনি ৭টি। এগুলো হলোঃ অ, আ, ই, উ, এ, অ্যা, ও। উল্লেখ্য, যৌগিক স্বরধ্বনি ২টি (ঐ, ঔ)।

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion