Job

মনে করুন, আপনার নাম রিনা খন্দকার এবং আপনি বাড়ি নং-১৩৩, রােড নং-১৩, গুলশান-১, ঢাকা- এই ঠিকানায় অবস্থান করছেন। আপনি আপনার ব্যক্তিগত পাঠ্যপত্রের জন্য বাংলাবাজার, ঢাকা এর একজন বই বিক্রেতার নিকট বিভিন্ন ধরনের ৫০০টি বই অর্ডার করেছেন। বইগুলাের প্রাপ্তির পর দেখলেন যে, আপনার চাহিদা অনুযায়ী বই বিক্রেতা বইগুলাে সরবরাহ করেনি। এ বিষয়ে আপনার অভিযােগ জানিয়ে বই বিক্রেতার নিকট একটি পত্র লিখুন।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

০২-১১-২০২১

বরাবর

ম্যানেজার 

রিসেন্ট পাবলিকেশন লিমিটেড

৩৮, বাংলা বাজার, হবি প্লাজা (২য় তলা) 

ঢাকা - ১১০০

 

বিষয়ঃ চাহিদা অনুযায়ী বই সরবরাহ না করার জন্য অভিযোগ প্রসঙ্গে। 

জনাব, 

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি নিঃস্বাক্ষরকারী আপনার প্রসিদ্ধ প্রকাশনী হতে দীর্ঘ ১০ বছর বই নিয়ে আসছি। মূলত আমি পড়ার জন্য আপনার নিকট থেকে বই গুলো সংগ্রহ করি। গত ২৫.১০.২০১ তারিখে ব্যক্তিগত পাঠ্যপত্রের জন্য ভি. পি. পি ৫০০ বইয়ের অর্ডার করি। কিন্তু বই প্রাপ্তির পর দেখলাম যে আমার চাওয়া বই সরবরাহ করেছেন। কাজেই তালিকা অনুযায়ী বই প্রেরণের জন্য অনুরোধ জানাচ্ছি। 

অতএব, অনুগ্রহ করে অতিশিঘ্র আমার প্রদত্ত তালিকা অনুযায়ী বইগুলো পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 

আপনার বিশ্বস্ত 

রিনা খন্দকার 

বাড়ি নং ১০৩, রোড নং - ১৩

গুলশান -১, ঢাকা 

প্রয়োজনীয় বইয়ের তালিকা 

১………………

২………………

প্রেরকঃ

নামঃ রিনা খন্দকার 

ঠিকানাঃ বাড়ি নং ১০৩, রোড নং -১৩,  গুলশান -১, ঢাকা 

প্রাপকঃ 

রিসেন্ট পাবলিকেশন 

ঠিকানাঃ ৩৮, বাংলা বাজার, হবি প্লাজা (২য় তলা) ঢাকা- ১১০০ 

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion