সারমর্ম লিখুন :

যুগধর্মের সহিত আমাদিগকে পা মিলাইয়া চলিতে হইবে, কিন্তু তাহার নিকট অমন করিয়া আত্মসমপর্ণ করিলে চলিবে না। আমাদের বুঝিতে হইবে-যাহাকে আমরা যুগধর্ম বলি, তাহার অনেকখানি হুজুগ-ধর্ম। এই হুজুগ-ধর্মের তাড়নায় ভাসিয়া না গিয়া তাহাকে রােধ করিতে পারিলেই আমাদের মঙ্গল। যাহারা চিন্তাশীল, যাহারা মহাপুরুষ, তাহারা আপন চিন্তা , পৌরুষ ও মহিমা দ্বারা যুগ প্রবাহকে ফিরাইয়া দেন-যুগ-ধর্মের বিরুদ্ধে দাঁড়াইয়া তাঁহারা যুদ্ধ করেন। আর যাহারা দুর্বল ও অপরিণামদর্শী, তাহারাই নূতনের প্রথম আঘাতেই পরাজয় স্বীকার করে। (সারমর্ম লিখুন)

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
No answer found.
Earn by contributing to add answer.
Answer

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion