বাংলায় অনুবাদ করুনঃ

Language is not only the medium of feelings expression, Language is mixed up with all our existence and feelings. We reveal our emotions, feelings, love and malice through language. Thinking, merit, history, tradition, culture and individuality of a nation are carried out and practiced nation after nation. In that sense language and nation are identical. In 1952, not only our language was rejected but also our long ran tradition and inherent identity were denied. No nation can endure it. The Bangladeshi did not also tolerate it. On 21 February we established the right of our mother tongue by scarifying blood.

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ভাষা শুধু অনুভূতি প্রকাশের মাধ্যম নয়, ভাষা আমাদের সমস্ত অস্তিত্ব ও অনুভূতির সাথে মিশে আছে। আমরা ভাষার মাধ্যমে আমাদের আবেগ, অনুভূতি, ভালবাসা এবং বিদ্বেষ প্রকাশ করি। একটি জাতির চিন্তা-চেতনা, যোগ্যতা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও স্বকীয়তা জাতির পর জাতি পরিচালিত ও চর্চা হয়। সে অর্থে ভাষা ও জাতি অভিন্ন। 1952 সালে, শুধুমাত্র আমাদের ভাষাকেই প্রত্যাখ্যান করা হয়নি, আমাদের বহুদিনের ঐতিহ্য এবং অন্তর্নিহিত পরিচয়কেও অস্বীকার করা হয়েছিল। কোন জাতি তা সহ্য করতে পারে না। বাংলাদেশিরাও তা সহ্য করেননি। ২১ ফেব্রুয়ারি রক্ত ​​ঝরিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি।

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion