নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

নিপু একাদশ শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত। বৃত্তির টাকা পাওয়ার জন্য সে ব্যাংকে একটি হিসাব খুলল। সে তার ব্যাংক হিসাব থেকে সপ্তাহে দুই বারের বেশি টাকা উঠাতে পারবে না, তবে যতবার ইতো জমা দিতে পারবে। অন্যদিকে নিপুর বাবা বিদেশ থেকে এসে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংকে একটি হিসাব খোলেন যা নিপুর ব্যাংক হিসাবের মতো নয়। তাঁর ব্যাংক হিসাব থেকে তিনি কোনো মুনাফা পাবেন না।

নিপুর বাবার ব্যাংক হিসাব নিপুর ব্যাংক হিসাব থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ— 

i. তিনি যতবার ইচ্ছা ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন

ii. তিনি জমার অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারবেন 

iii. তিনি জমাকৃত টাকার উপর বার্ষিক সুদ পাবেন

নিচের কোনটি সঠিক?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
Promotion