উমাইয়া খিলাফত (চতুর্থ অধ্যায়)

একাদশ- দ্বাদশ শ্রেণি - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র | NCTB BOOK
905
Please, contribute by adding content to উমাইয়া খিলাফত.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

মাহির নামের একজন শাসক ছিলেন। তিনি তাঁর রাজ্যের বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। বিদ্রোহ দমন করে তিনি বর্ণলিপির উন্নতি সাধন, আরবি মুদ্রার প্রচলন, জাতীয় টাকশাল নির্মাণ, সরকারি ভাষা হিসেবে আরবি প্রচলনসহ বিভিন্ন শিল্পকর্ম সম্পাদন করেন। এ কারণে তাকে রাজেন্দ্র বা 'Father of kings' বলা হয়।

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

উমাইয়া বংশের সর্বশেষ খলিফা ৭৪৪ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। কষ্ট সহিষ্ণুতার জন্য তাকে 'হিমার' বলা হয়। ৭৫০ খ্রিস্টাব্দে আব্দুল্লাহ-বিন-আলীর নিকট পরাজয়ের মাধ্যমে তার পতন ঘটে এবং উমাইয়া খিলাফতের ববনিকাপাত হয়।

উমর-বিন-আব্দুল আজিজ
হিশাম
দ্বিতীয় ওয়ালিদ
দ্বিতীয় মারওয়ান
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

উমাইয়া বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা ৭১৭ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোজ। করেন এবং ৭২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ইসলামের দ্বিতী খলিফা হযরত ওমরের সঙ্গে চারিত্রিক বৈশিষ্ট্যে সাদৃশ্য থাকায় তাতে দ্বিতীয় উমর বলা হয়। ইসলামের ইতিহাসে তিনি ৫ম খলিফা হিসের স্বীকৃত।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...