অংশগ্রহণমূলক কাজ ২০

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - বৌদ্ধধর্ম শিক্ষা - বন্দনা | NCTB BOOK
278

ত্রিরত্ন বন্দনার মূলভাব নিজের ভাষায় লেখো।

মূলভাব

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

** এই পৃষ্ঠায় জায়গা না হলে একটি আলাদা কাগজে লিখে কাগজটি বইয়ের পৃষ্ঠার এক পাশে আঠা দিয়ে যুক্ত করতে পারি/খাতায় লিখতে পারি।

 

 

 

 

বন্দনার গুরুত্ব

 

মানুষের জীবনে বন্দনার প্রভাব অসীম। বন্দনার অনেক সুফল আছে। বন্দনা করার মাধ্যমে মন পবিত্র হয়, পুণ্য লাভ হয় এবং চিত্ত শুদ্ধ হয়। একইসঙ্গে মানবিক গুণ বিকশিত হয়। মানুষ অকুশল কর্ম থেকে দূরে থাকে এবং সদাচরণে উৎসাহিত হয়। বন্দনার মাধ্যমে মন শান্ত থাকে, ধৈর্য বাড়ে, স্মৃতিশক্তি প্রখর হয় এবং নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করা যায়। নিয়মিত বন্দনা করলে একে অপরের প্রতি শ্রদ্ধা, আন্তরিকতা, সহমর্মিতা ও বন্ধুত্বের মনোভাব সুদৃঢ় হয়। বন্দনার মাধ্যমে লোভ-দ্বেষ-মোহ থেকে নিজেকে মুক্ত রাখা যায়।

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...