অংশগ্রহণমূলক কাজ ২৯

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - বৌদ্ধধর্ম শিক্ষা - সূত্র ও নীতিগাথা | | NCTB BOOK
2
2

চলো আজ সবাই মিলে কবিতাটি আবৃত্তি করি-

 

সকালে উঠিয়া আমি মনে মনে বলি, 

সারা দিন আমি যেন ভালো হয়ে চলি।

আদেশ করেন যাহা মোর গুরুজনে, 

আমি যেন সেই কাজ করি ভালো মনে। 

ভাইবোন সকলেরে যেন ভালোবাসি, 

এক সাথে থাকি যেন সবে মিলেমিশি। 

ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, 

পাঠের সময় যেন নাহি করি হেলা। 

সুখী যেন নাহি হই আর কারো দুখে, 

মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। 

সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, 

কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। 

ঝগড়া না করি যেন কভু কারো সনে, 

সকালে উঠিয়া এই বলি মনে মনে।

 

 

নিচের লিংক এবং কিউ আর কোড থেকে কবিতাটির একটি ভিডিও পেয়ে যাবে।

https://www.youtube.com/watch?v=XI8ACoXrsxk

 

Content added || updated By
Promotion