অটোক্যাডে আবাসিক ইমারতটির রাজউক শিট (RAJUK Sheet)অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

অঙ্কন প্রনালিঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির রাজউক শিট (RAJUK Sheet) অঙ্কনের জন্য প্রয়োজনীর কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

রাজউক শিট অঙ্কনের জন্য রাজউকের পেজেট অনুযায়ী শিট-এর বিভিন্ন মাপ রয়েছে। প্লট বা ইমারতের আকার অনুসারে উক্ত মাগের যে কোন একটি শিট নিতে হবে। এই ড্রয়িং-এর আকার বড় বলে এখানে 33" × 23 12  "" মাপের শিট নেয়া হয়েছে।

  • এবার ড্রয়িং স্ক্রিনের নিচে মডেল এর পাশের লে-আউট বা Layout (চিত্র-৬.৬.১) এ ক্লিক করতে হবে। এতে প্রিন্টিং-এর জন্য শিট মাপমত সমন্বয় করা যাবে।
  • এখানে ভিউপোর্ট টুলবার (চিত্র-৬.১.২ ) থেকে সিঙ্গেল ভিউপোর্ট বা আইকনে ক্লিক করতে হবে। এবার @33"x23 ½ " লিখে এন্টার করতে হবে ।
  • অথবা একটি রেক্টেঙ্গেল (@33"x23 ½ ") এঁকে এটিকে ভিউপোর্ট টুলবার এর কনভার্ট অবজেক্ট টু ভিউপোর্ট টুলসে ক্লিক করে রেইেলেন এ ক্লিক করতে হবে।
  • বর্ডার লাইনের জন্য শিটের প্রান্ত বরাবর একটি রেক্টেগেল একে 1" বা ¾  " বা ½ " অফসেট করে নিতে হবে।
  • এবার বর্ডার এর উপরের কর্ণার থেকে আবার একটি সিঙ্গেল ভিউপোর্ট বা আইকনে ক্লিক করে একটি ছোট নতুন ভিউপোর্ট Create করতে হবে।
  • এই ভিউপোর্টে দ্রুত ডাবল ক্লিক করলে এর মধ্যের ড্রয়িং-এ কাজ করা যাবে। এখানে প্ল্যান করে বেডমেন্ট ফ্লোরটি আনতে হবে। এবার ভিডপার্ট টুলবারের পাশের স্কেল টু ফিট এ ক্লিক করে 1 : 100 এ সেট করতে হবে। যদি প্ল্যানটি লেখা না যায় তবে প্ল্যান করে প্ল্যানটিকে ভিউপোর্টে আনতে হবে। | (চিত্র-৬.১.৩)।
  • পরে ভিউপোর্টের বাইরে ক্লিক করলে এটি সেট হয়ে যাবে আর পরিবর্তন হবে না। ভিউপোর্টের ভিতরের ড্রয়িং-এ আবার কিছু পরিবর্তন করতে চাইলে আবার ডাবল ক্লিক করে ঐ ভিউপোর্টের মধ্যে কাজ করা যাবে।
  • ভিউপোর্টের আকার ছোট বা বড় হলে লাইনের উপর ক্লিক করলে ভিউপোর্ট সিলেক্ট হবে। এবার যে কোনো কর্ণার বিন্দুতে ক্লিক করে ড্রাগ করে বা টেনে বাড়ানো বা কমানো যায় ।
  • একই নিয়মে অন্যান্য ফ্লোর প্ল্যানসমূহ 1 : 100 ক্ষেলে সেট করতে হবে। যদি বিভিন্ন ফ্লোর ভিন্ন ডিজাইন বা কোনো অংশ আলাদা ডিজাইন হয় তবে আলাদা ডিজাইনের প্রতিটি ফ্লোর প্ল্যান রাজউক শিটে থাকতে হবে। আর একই রকম ডিজাইন হলে শুধু টিপিক্যাল ফ্লোর প্ল্যান দিলেই হবে।
  • এবার এলিভেশন এবং সেকশনও একই নিয়মে 1 : 100 খেলে সেট করতে হবে। আর লে-আউট প্ল্যানটি 1 : 200 খেলে সেট করতে হবে। এলিন্ডেশন চারদিকে চার রকম হলে চারটি এলিভেশনই সেট করতে হবে।
  • মৌজা ম্যাপ বা সাইট ম্যাপটি রেগুলার প্লট হলে মৌজার অংশটুকু স্ক্যান করে বসিয়ে নেয়া যায়। রেগুলার কোনো হাউজিং এর প্লট হলে ক্ষেল অনুযায়ী এঁকে নিতে হবে। এটিকে আশেপাশের এলাকা বা প্লটসহ 1 : 4000 স্কেলে সেট করতে হবে।
  • সম্পূর্ণ সেট হলে নিচের চিত্রের (চিত্র-৬.০) মত হবে।
Content added By

আরও দেখুন...

Promotion