এসএসসি(ভোকেশনাল) -
আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ -
দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) |
| NCTB BOOK
অঙ্কন প্রণালিঃ
অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির ইলেকট্রিক্যাল লে-আউট প্ল্যানে (Electrical Layout Plan) ব্যবহৃত সিৰল বা প্রতীক ও ইলেকট্রিক্যাল ফিচার ও ফিটিংস সিডিউল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
লাইন, অফসেট, সারকেল, ট্রিম, ইত্যাদি কমান্ড দিয়ে ইলেকট্রিক্যাল সিম্বলসমূহ একে ব্লক তৈরি করে নিতে হবে।
এবার ড্র টুলবার থেকে আইকনে ক্লিক করে টেবিল ইনসার্ট করে নিতে হবে। [সাতটি কলাম এবং ১৪টি রো বা সারি নিয়ে একটি টেবিল তৈরি করে নিতে হবে।
টেবিলের কোন সারি বা কলাম চওড়া বা বড় করার জন্য একটি সেল-এর মধ্যে ক্লিক করে পাশে ডানে বা বামে ড্রাগ করলে চওড়া কমবে বা বাড়বে আর উপরে নিচে ড্রাগ করলে সারির উচ্চতা বাড়বে বা কমবে।
এভাবে টেবিলটি তৈরি করে নিয়ে টেক্সটসমূহ লিখে নিতে হবে। এবং সিম্বলসমূহ কপি করে বসাতে হবে। সিম্বলসমূহ সেলের মাপমত্ত না হলে স্কেল করে ছোট-বড় করে নেয়া যায় ।