অটোক্যাডে ইলেকট্রিক্যাল লে-আউট প্ল্যান (Electrical Layout Plan) অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

অঙ্কন প্রণালিঃ 

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির ইলেকট্রিক্যাল লে-আউট প্ল্যানে (Electrical Layout Plan) ব্যবহৃত সিৰল বা প্রতীক ও ইলেকট্রিক্যাল ফিচার ও ফিটিংস সিডিউল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • লাইন, অফসেট, সারকেল, ট্রিম, ইত্যাদি কমান্ড দিয়ে ইলেকট্রিক্যাল সিম্বলসমূহ একে ব্লক তৈরি করে নিতে হবে।
  • এবার ড্র টুলবার থেকে আইকনে ক্লিক করে টেবিল ইনসার্ট করে নিতে হবে। [সাতটি কলাম এবং ১৪টি রো বা সারি নিয়ে একটি টেবিল তৈরি করে নিতে হবে।
  • টেবিলের কোন সারি বা কলাম চওড়া বা বড় করার জন্য একটি সেল-এর মধ্যে ক্লিক করে পাশে ডানে বা বামে ড্রাগ করলে চওড়া কমবে বা বাড়বে আর উপরে নিচে ড্রাগ করলে সারির উচ্চতা বাড়বে বা কমবে।
  • এভাবে টেবিলটি তৈরি করে নিয়ে টেক্সটসমূহ লিখে নিতে হবে। এবং সিম্বলসমূহ কপি করে বসাতে হবে। সিম্বলসমূহ সেলের মাপমত্ত না হলে স্কেল করে ছোট-বড় করে নেয়া যায় ।
Content added || updated By

আরও দেখুন...

Promotion