অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির রুফ প্ল্যান এঁকে ড্রেনেজ সিস্টেম অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রণালি: অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির রুফ প্ল্যান এঁকে ড্রেনেজ সিস্টেম অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল—

  • পূর্বের লে-আউট প্ল্যানটি থেকে প্লট ও ইমারতের ছাদের অংশটি (চিত্র-৫.১.১ অংশটুকু) কপি করে এনে বসাতে হবে। কপি করার জন্য মডিফাই টুলবারের আইকনে ক্লিক করে বা Co লিখে এন্টার করে ছাদের লাইনের যে কোনো বিন্দুতে ক্লিক করে এন্টার করতে হবে। এবার যে কোনো বিন্দুতে বা বেজজ পয়েন্টে ধরে যেখানে আঁকতে হবে সেখানে নিয়ে ক্লিক করতে হবে।
  • এবার লাইন ও সারকেল কমান্ডের সাহায্যে ছাদের প্রোপ ও আউটলেট পয়েন্ট এঁকে নিতে হবে।
  • একইভাবে সিড়ির ছাদের অংশের জন্যও এঁকে নিতে হবে। এই অংশের পানি ছাদের মাধ্যমে নিচে অপসারিত হবে।
  • ড্রেন-এর জন্য লাইন একে লাইন টাইপ থেকে ডটেড করে নিতে হবে লাইন টাইপ পরিবর্তন এর নিয়ম লে-আউট প্ল্যানে বর্ণিত আছে, এখানে Dashed-2 ফেল ১.০ এ আঁকা আছে।
  • এবার ইন্সপেকশন পিটের জন্য ছোট একটি বক্স রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে এঁকে চিত্রের (চিত্র-৫.২.১ ) মস্ত বসিয়ে নিতে হবে। ছালের বৃষ্টির পানি বৃত্ত বরাবর সংগৃহীত হয়ে ড্রেন দিয়ে বাইরের ড্রেনেজ সিস্টেমে চলে যাবে।
  • সম্পূর্ণ অংশ আঁকা হলে চিত্রের (চিত্র-৫.২.১) যত দেখা যাবে ।
Content added By
Promotion