অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির লে-আউট প্ল্যান এঁকে সেট ব্যাক অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির লে-আউট প্ল্যান এঁকে সেট ব্যাক অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল—

  • La চেপে লেয়ার ডায়লগ বক্সের New তে ক্লিক করে ভিন্ন ভিন্ন নামে কয়েকটি লেয়ার অঞ্চন করে নিতে হবে। যখন যে লেয়ারে কাজ করা দরকার সেই লেয়ারকে কারেন্ট লেয়ার করে নিতে হবে।
  • F8 চেপে Ortho অন (on) করে ড্র টুলবারের বা আইকনে ক্লিক করে অথবা L বা PI লিখে এন্টার করে প্লানের কর্ণার বিন্দুতে ক্লিক করে লাইন অঙ্কন করতে হবে, [পলিলাইনে করলে ভালো হয় ।
  • এভাবে লাইন বা পলিলাইন কমান্ডের সাহায্যে চিত্র- ৫.১.১ এর মত ইমারতটির ছাদের বাইরের রেখা বরাবর রেখা অঙ্কন করতে হবে এবং এটি অফসেট করতে হবে।
  • এবার মডিফাই টুলবারের আইকনে ক্লিক করে বা লিখে এন্টার করে অফসেট কমান্ডের সাহায্যে অফসেট ডিসট্যান্স 5 লিখে পলিলাইনটিকে বা লাইনসমূহকে ভিতর দিকে অফসেট করতে হবে।
  • একইভাবে সিঁড়ির অংশটুকুও পলিলাইন দিয়ে এঁকে নিতে হবে, এবং 5" ভিতর দিকে অফসেট করতে হবে (চিত্র-৫.১.১)।
  • এবার ডাইমেনশন টুলবারের লিনিয়ার টুলসে ক্লিক করে প্লট থেকে ইমারত পর্যন্ত দূরত্বের মাপ দেখাতে হবে। প্রতিটি দিকের মাগ দেখাতে হবে।
  • ডটেড লাইন দিয়ে সিউরারেজ লাইনের অবস্থান ও সেপটিক ট্যাংকের অবস্থান দেখাতে হবে।
  • হ্যাচ কমান্ডের সাহায্যে ফ্লোরের কভার্ড এরিয়া ও সিঁড়ি পৃথক ভাবে হ্যাচ করে নিতে হবে।
  • নর্থ সাইন এঁকে বা ফ্লোর প্ল্যান থেকে কপি করে নিতে হবে।
  • বাউন্ডারি বা প্লট এর সীমানা রেখাটি সেন্টার লাইন করে নিতে হবে। এজন্য প্রপার্টিজ টুলবারের লাইন টাইপ থেকে Other এ ক্লিক করে লাইন টাইপ টুলবার থেকে লোভ এ ক্লিক করে লোড লাইন টাইপ থেকে যে ধরনের লাইন প্রয়োজন সেই লাইন-এ ক্লিক করে লোড করে নিতে হবে।
  • এক্ষেত্রে সেন্টার লাইন নেয়া হয়েছে। প্রয়োজনে এর স্কেল ছোট বা বড় করে নিতে হবে। লাইনের স্কেল ছোটো বড় করার জন্য লাইনের উপর দুইবার ক্লিক (Double Click) করলে প্রপার্টিজ ডায়লগ বক্স। আসবে, সেখান থেকে লাইন টাইপ ফেল এ ফেল এর মান ছোট বা বড় করে নেয়া যাবে। এখানে সেন্টার লাইনের স্কেল 0.025 নেয়া হয়েছে।
  • সম্পূর্ণ লে-আউট Lay out অঙ্কিত হলে নিচের চিত্রের (চিত্র-৫.১.২) মত দেখা যাবে।
Content added || updated By
Promotion