অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির ল্যান্ডস্কেপ প্ল্যান অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির ল্যান্ডস্কেপ প্ল্যান এঁকে কন্টুর (Contour), পানির অবস্থান (Water body), গাছপালা (Plants), রাস্তা (Drive way) ইত্যাদি অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

চিত্র-৫.৩.১: বহুতল আবাসিক ইমারতটির ল্যান্ডস্কেপ প্ল্যান
[ইমারতের কভার্ড এরিয়ার বাইরে জায়গা কম থাকায় ছাদে ল্যান্ডস্কেপ করে দেখানো হল।]

  • পূর্বের লে-আউট প্ল্যানটি থেকে প্লট ও ইমারতের ছাদের অংশটি (চিত্র-৫.১.১ অটুকু) কপি করে এনে বসাতে হবে।
  • এবার ডিজাইন সেন্টার এর ল্যান্ডস্কেপ ফোল্ডার থেকে ব্লক ক্লিক করে গাছপালা, ঝোপ ইত্যাদি ইনসার্ট করতে হবে।
  • কর্নারের পানির অংশের জন্য বৃত্ত এঁকে হ্যাচ-এর প্রেডিয়েন্ট এ ক্লিক করে হ্যাচ করতে হবে বসার জন্য। বেঞ্চ বা সিট ও দোলনা রেট্রোজেন কমান্ড দিয়ে এঁকে নিতে হবে।
  • রাস্তার জন্য লাইন ও ফিলেট কমান্ড দিয়ে রাস্তার ফুটপাথের বাঁকা অংশ এঁকে নিতে হবে ।
  • সিঁড়ির পাশে ব্রিজটি লাইন দিয়ে এঁকে হ্যাচ করে নিতে হবে।
  • অন্য কোনো ফাইল থেকে কোন সিম্বল ইনসার্ট করার জন্য ঐ ফাইলে যেয়ে অবজেক্টকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে যে ফাইলে ইনসার্ট করতে হবে সেই ফাইলে এসে Ctrl+V চেপে পেস্ট করতে হবে।
  • রাস্তার অংশে শেড দেয়ার জন্য বাইরের দিকে একটি লাইন দিয়ে এরিয়াটিকে আবদ্ধ করে প্রেডিয়েন্ট দিয়ে শেড দিতে হবে। পরে লাইনটি মুছে দিতে হবে।
  • সবশেষে ল্যান্ডস্কেপ প্ল্যানটি চিত্রের (চিত্র-৫.৩.১) মত দেখা যাবে।
Content added || updated By
Promotion