অনুশীলনী-১৪

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. রেসিপ্রোকেটিং পাম্প কী ? 
২. রেসিপ্রোকেটিং পাম্প প্রধানত কত প্রকার ও কী কী ? 
৩. হস্তচালিত বাকেট পাম্প কী ? 
৪. বাকেট টাইপ ফোর্স পাম্প কী ? 
৫. পিস্টন টাইপ পাম্প কী ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. রেসিপ্রোকেটিং পাম্প প্রধাণত কত প্রকার ও কী কী ? 
২. পাম্প চালানোর কৌশলের ভিত্তিতে রেসিপ্রোকেটিং পাম্প কত প্রকার ও কী কী ? 
৩. পাম্পিং এলিমেন্টের ভিত্তিতে রেসিপ্রোকেটিং পাম্প কত প্রকার ও কী কী ? 
৪. আবার ফোর্স পাম্পকে পাম্পিং এলিমেন্টের ভিত্তিতে কত প্রকার ও কী কী 
৫. স্প্রে পাম্প বা হস্ত চালিত বাকেট পাম্প কী কাজে ব্যবহার করা হয় ? 
৬. বহুতলবিশিষ্ট ভবনের ছাদে পানি জমা রাখার জন্য কী পাম্প ব্যবহার করা হয় ? 
৭. প্লাজার পাম্পে কী ধরনের রড ব্যবহার করা হয় ? 
৮. হস্ত চালিত টিউবওয়েল বা নলকূপ কোনো ধরনের পাম্প ? 
৯. রেসিপ্রোকেটিং পাম্প কোনো নীতিতে কাজ করে ? 
১০. রেসিপ্রোকেটিং পাম্প বা হস্ত চালিত পাম্প কত গভীরতা পর্যন্ত পানি উঠাতে পারে ? 

রচনামূলক প্রশ্ন 

১. বিভিন্ন প্রকার রেসিপ্রোকেটিং পাম্পের ব্যবহার বা প্রয়োজনীয়তা বর্ণনা কর ? 
২. হস্ত চালিত নলকূপের চিত্র অংকন করে ইহার বিভিন্ন অংশ চিহ্নিত কর। 
৩. রেসিপ্রোকেটিং পাম্প হস্তচালিত নলকূপের কার্য পদ্ধতি বর্ণনা কর । 
৪. রেসিপ্রোকেটিং পাম্পের দোষ-ত্রুটি ও প্রতিকার ধারাবাহিক ভাবে উল্লেখ কর ?

Content added By
Promotion