অনুশীলনী-১

এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ১ - জেনারেল মেকানিক্স -১ | | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

 

১.ফাইলিং করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি কি কি? 

২. সফট্ হ্যামার বা ম্যালেট কি দিয়ে তৈরি করা হয়?

৩. রেঞ্চ টুল কী?

৪.ক্যালিপারের মুল কাজ কী?

৫. ট্যাপ কি কাজে ব্যবহৃত হয়?

৬. ডাই কি কাজে ব্যবহৃত হয়?

৭.ডাই আটকানোর জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম কি?

৮.ডায়াল ইন্ডিকেটরের লিস্ট বলতে কী বোঝায়?

 

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১.মাইক্রোমিটারের ত্রুটি বলতে কী বুঝায়?

২. হ্যান্ড টুলস ও পাওয়ার টুলস এর মধ্যে পার্থক্য কী?

৩. হাতুড়ির শ্রেণিবিভাগ দেখাও ।

৪. সারফেস গেজের ব্যবহার লিখ।

৫.ডাই এবং ট্যাপের মধ্যে পার্থক্য কী?

৬. ডায়াল গেজ ব্যবহারের ক্ষেত্রসমূহ উল্লখে কর।

৭. কোন কোন ক্ষেত্রে ডায়াল গেজ ব্যবহার করা হয়?

৮.ফাইলিং করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি কি কি?

 

রচনামূলক প্রশ্ন

১.হস্ত চালিত টুলস-ইন্সট্রুমেন্টের রক্ষণাবেক্ষণ কৌশল বর্ণনা কর।

২.ডাই চালনার ক্ষেত্রে সতর্কতার বিষয়গুলি ব্যাখ্যা কর। 

৩. লেদ মেশিনে ডায়াল ইন্ডিকেটরের ব্যবহার বর্ণনা কর।

৪. হাইট গেজ ও মাইক্রোমিটারের বিশেষ যত্ন বর্ণনা কর।

৫.ক্রু-বোল্ট এক্সট্রাক্টর দিয়ে কিভাবে ভাঙ্গা অংশ বের করে আনতে হয় তা বর্ণনা কর।

Content added By
Promotion