অনুশীলনী-২

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। কারখানার কাজে কেন নিরাপত্তা অবলম্বন করতে হয় । 
২। ফায়ার এক্সটিংগুইশারে কী গ্যাস মজুদ থাকে ? 
৩। ফার্স্ট এইড বক্সে কী কী প্রয়োজনীয় ঔষধ থাকা উচিত ? 
৪। ফার্স্ট এইড বক্স কী ?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। অগ্নিনির্বাপক দ্রব্য বা যন্ত্রপাতিসমূহের নাম উল্লেখ কর । 
২। ফার্ম মেশিনারি শপে কাজ করার সাবধানতার গুরুত্ব ব্যক্ত কর । 
৩। অগ্নিনির্বাপক দ্রব্যাদির ব্যবহার বর্ণনা কর।

রচনামূলক প্রশ্ন
১। ফার্ম মেশিনারি শপে কাজের সময় সাধারণ নিরাপত্তামূলক প্রয়োজনীয় সাবধানতার একটি তালিকা তৈরি কর 
২। ফার্মশপে বা মেশিনারি শপে অনিরাপত্তামূলক কাজের অবস্থা এবং পরিধি বর্ণনা কর । 
৩। ফার্ম মেশিনারি শপ বা মেশিনারিসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব ব্যাখ্যা কর।

Content added By
Promotion