অতিসংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. গলদা চিংড়ির পুকুরে সাধারণত কত ধরনের উদ্ভিদ জন্মায়?
২. কচুরিপানা, কলমিলতা ও ক্ষুদিপানা কোন ধরনের উদ্ভিদ?
৩. আগাছা দমনের পদ্ধতি কয়টি?
৪. রাসায়নিক পদ্ধতিতে আগাছা দমনের ক্ষেত্রে ব্যবহৃত দুইটি রাসায়নিক পদার্থের নাম লেখ।
৫. ব্লিচিং পাউডারে শতকরা কত ভাগ ক্লোরিন থাকে?
৬. জৈব সার কী?
৭. খামারের আয়তনের মোট কত ভাগ নার্সারি পুকুর থাকা উচিত?
৮. গলদার নার্সারি পুকুরে পোনা মজুদের হার কত?
৯. বাংলাদেশে গলদা চিংড়ির পোনা উৎপাদনের প্রধান উৎস কি?
১০. পোনা পরিবহনের কমপক্ষে কত সময় আগে পোনাকে খাওয়ানো বন্ধ করতে হবে?
১১. পোনা পরিবহন কালে ব্যাগের পানির তাপমাত্রা কত ডিগ্রির কাছাকাছি রাখা হয়?
১২. পুকুরের পানির তাপমাত্রা কত ডিগ্রির বেশি হলে চিংড়ির মড়ক দেখা দিতে পারে?
১৩. চিংড়ি চাষের পুকুরে দ্রবীভূত অক্সিজেনের উত্তম মাত্রা কত?
১৪. বাগদা চিংড়ি সর্বোচ্চ কত লবণাক্ততায় বাঁচতে পারে?
১৫. চিংড়ির পুকুরে অ্যামোনিয়ার সহনীয় মাত্রা কত?
১৬. চিংড়ির জন্য পানির উত্তম পিএইচ মাত্রা কত?
১৭. পানির তাপমাত্রা কত হলে মাছ খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়?
১৮. মিশ্র চাষে ব্যবস্থাপনা পদ্ধতি কয় ধরনের হতে পারে?
১৯. গলদা চিংড়ি ও কার্প মাছের মিশ্র চাষ কয়টি পর্যায়ে বিভক্ত?
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. জলজ উদ্ভিদ দমনের পদ্ধতিগুলার নাম লেখ।
২. নার্সারি পুকুরের পানির গুণাবলীসমূহ লেখ।
৩. ইউরিয়া সার প্রয়োগের পরিমাণ নির্ধারণের সূত্রটি লেখ।
৪. টিএসপি সার প্রয়োগের পরিমাণ নির্ধারণের সূত্রটি লেখ।
৫. প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত গলদা চিংড়ির পোনা শনাক্ত করণের বৈশিষ্ট্যগুলো লেখ।
৬. সুস্থ ও সবল পোনা চেনার উপায়গুলো লেখ।
৭. নার্সারিতে পোনা প্রতিপালনের উপকারিতা লেখ।
৮. চিংড়ি চাষের পুকুরের পানিতে অক্সিজেন হ্রাসের লক্ষণ ও কারণগুলো লেখ।
৯. Flow through system বলতে কী বোঝায়?
১০. মিশ্র চাষের প্রজাতি নির্বাচনের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১১. পানিতে অক্সিজেন বৃদ্ধির উপায়গুলো লেখ।
১২. মিশ্র চাষের সুবিধাগুলো লেখ।
রচনামূলক প্রশ্ন
১. পুকুরে জলজ উদ্ভিদের ক্ষতিকর দিকসমূহ বর্ণনা করো।
২. সার প্রয়োগ পদ্ধতি ও জৈবিক পদ্ধতিতে আগাছা দমনের উপায়সমূহ বর্ণনা করো।
৩. গলদার নার্সারি পুকুর প্রস্তুতির নিয়মাবলি বর্ণনা করো।
৪. গলদার পোনা প্যাকিং পদ্ধতি বর্ণনা করো।
৫. পানির ট্যাংকে পোনা পরিবহন পদ্ধতি বর্ণনা করো।
৬. গলদা চিংড়ির পুকুরে পোনা মজুদ পদ্ধতি বর্ণনা করো।
৭. চিংড়ির ওজনের ভিত্তিতে খাদ্য প্রয়োগের হার বর্ণনা করো।
৮. চিংড়ি চাষের ঘেরের বৈশিষ্ট্য বর্ণনা করো।
৯. কার্প জাতীয় মাছের খাদ্য ও খাদ্যাভ্যাস বর্ণনা করো।
১০. গলদা চিংড়ি চাষের জন্য মাটির গুণাগুণ বর্ণনা করো।
১১. গলদা চিংড়ির চাষে ব্যবহৃত পানির গুণাগুণ বর্ণনা করো।
১২. গলদা চিংড়ি চাষের পুকুর নির্মাণ পদ্ধতি বর্ণনা করো।
Read more