শূন্যস্থান পূরণ কর:
১. তিতিক্ষার অপর নাম …………..।
২. ভোগে মানুষের ………….. বৃদ্ধি পায়।
৩. অপরের কষ্ট দূর করার এক নাম ………….. ।
8. ত্যাগ মানুষের মনে ………….. এনে দেয়।
৫. অন্যের প্রতি ………….. হিন্দুধর্মের অন্যতম বৈশিষ্ট্য।
ডান পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে বাম পাশের সাথে মিল কর:
বাম পাশ | ডান পাশ |
১. নৈতিকতা গঠনে ২. তিতিক্ষা না থাকলে ৩. ত্যাগী মানুষ | ত্যাগ হয় না সর্বদা শ্রদ্ধেয় সততার গুরুত্ব অপরিসীম নিজেকে সমৃদ্ধশালী করাবার |
নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও
১. সততা বলতে কী বোঝায়? সততার দুটি উদাহরণ দাও।
২. লক্ষ্মণ রামসীতার সাথে বনে গেলেন কেন?
৩. কৈকেয়ী রাজা দশরথের কাছে বর দুটি প্রার্থনা করলেন কেন?
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
১. ত্যাগ-তিতিক্ষা কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা কর।
২. পারিবারিক ও সামাজিক জীবনে ত্যাগ-তিতিক্ষা কীভাবে শান্তি আনতে পারে- ব্যাখ্যা কর।
১. স্বয়ং বিষ্ণু কোন যুগে রাম অবতাররূপে আবির্ভূত হয়েছিলেন?
ক. সত্যযুগ
খ. দ্বাপরযুগ
গ. ত্রেতাযুগ
ঘ. কলিযুগ
২. ত্যাগ ও তিতিক্ষা আদর্শে প্রভাবিত ব্যক্তি সর্বদাই -
i. পরিশ্রমী
ii. সহিষ্ণু
iii. দয়ালু
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১। সৃজনশীল প্রশ্ন
নীলরতন ও মনোরমার বেশ সুখেই সাংসারিক জীবন কাটাচ্ছিল। বেশ কয়েকবছর হলো তাদের কোনো সন্তানাদি হচ্ছে না। ডাক্তার বলেছে তাদের সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য তাদের দুজনের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। বাড়ির কর্মচারী দীননাথ ব্যাপারটি লক্ষ করে। সে দরিদ্র। তার দুটি সন্তান। দীননাথ স্ত্রীকে রাজি করিয়ে তার একটি সন্তানকে মনোরমার কোলে তুলে দেয়। মনোরমা নীলরতনের সংসারে শান্তির আবহ ফিরে আসে।
ক. রামায়নের প্রধান চরিত্র কে?
খ. তিতিক্ষার মাধ্যমে সমাজে কীভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়- ব্যাখ্যা কর?
গ. দীননাথের চরিত্রের বৈশিষ্ট্যে রামচন্দ্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. মনোরমা ও নীলরতনের সংসারে সুখের আবহের মূলে রয়েছে দীননাথের ভূমিকা-তোমার পঠিত উপাখ্যানের আলোকে মূল্যায়ন কর।