এক কথায় উত্তর
১. ফুলকপির ১টি দেশী জাতের নাম লেখ।
২. মিটার বীজতলায় কত গ্রাম ফুলকপির বীজ বপন করা হয় ?
৩. ফুলকপির চারার কয়টি পাতা হলে রোপণ করতে হয় ?
৪. ফুলকপির ১টি জাতের নাম লেখ ৷
৫. উৎপাদনের সময় অনুসারে ফুলকপি কয়ভগে বিভক্ত ?
৬. রূপা কোন দেশের ফুলকপির জাত ?
৭. ফুলকপি চাষের জন্য ১টি আদর্শ বীজতলায় কত গ্রাম বীজ বুনতে হয় ?
৮. ফুলকপির চারা লাগানোর কতদিন পর প্রথম উপরি প্রয়োগের সার দিতে হয় ?
৯. বাংলাদেশে উদ্ভাবিত বাঁধাকপির কয়টি জাত আছে?
১০. অগ্রদূত বাঁধাকপি বারি উদ্ভাবিত কত নং জাত ?
১১. বাঁধাকপির চারা কতদিনে রোপণ উপযোগী হয় ?
সংক্ষিত প্রশ্ন
১. বোতামায়ন বলতে কী বোঝায় ?
২. ফুলকপি চাষে সারের পরিমাণ উল্লেখ কর।
৩. ফুলকপির বোতামায়ন প্রতিকার সম্পর্কে ব্যাখ্যা কর।
৪. বাঁধাকপির জমি তৈরি ও সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে লেখ।
৫. বাঁধাকপির রোগ ও পোকা দমন এবং সেচ ও নিষ্কাশন সম্পর্কে লেখ ।
রচনামূলক প্রশ্ন
১. ফুলকপির জাত, রোপণ দূরত্ব, সার প্রয়োগ ও বালাই দমন সম্পর্কে বর্ণনা কর।
২. বাঁধাকপির রোপণ দূরত্ব, সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি এবং অন্তবর্তী পরিচর্যা সম্পর্কে আলোচনা কর ।
টিকা লেখ
১) বোতামায়ন
২) মখমলায়ন
Read more