অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - বিজ্ঞান শ্বসন | - | NCTB BOOK
59
59

শূন্যস্থান পূরণ কর।

১. ___________ খাদ্য তৈরি হয় কিন্তু _________ খাদ্য জারিত হয়।

২. জীবকোষের __________ নামক সাইটোপ্লাজমিয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে।

৩. ফুসফুস অসংখ্য _____________ দ্বারা গঠিত।

8. ____________ একটি ছোঁয়াচে রোগ।

৫. শ্বসন একটি _______ প্রক্রিয়া।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. অন্তঃশ্বসন কাকে বলে?
২. নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কী?
৩. শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ কর।
৪. বায়ুথলির কাজ উল্লেখ কর।
৫. উদ্ভিদ ও প্রাণিদেহে শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

বহুনির্বাচনি প্রশ্ন

১. কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয়?

ক. ত্বক
খ. লেন্টিসেল
গ. রক্ষীকোষ
ঘ. পত্ররন্ধ্র

২. নিম্নশ্রেণির প্রাণীরা শ্বাসকার্য চালায়-
i. ফুলকা ও ত্বকের সাহায্যে
ii. ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে
iii. ফুসফুস ও ফুলকার সাহায্যে
নিচের কোনটি সঠিক?

ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii

উদ্দীপকটি লক্ষ কর এবং ৩, ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।

৩. W চিহ্নিত অংশটির নাম কী?

ক. অ্যালভিওলাস
খ. ব্রঙ্কাস
গ. ব্রঙ্কিওল
ঘ. ট্রাকিয়া

৪. উদ্দীপকের কোন অংশটিতে O2 ও CO2 এর বিনিময় ঘটে?

ক. V
খ. W
গ. X
ঘ. Y

৫. V এর সংক্রমণে কোন রোগ হয়?

ক. অ্যাজমা
খ. ব্রংকাইটিস
গ. নিউমোনিয়া
ঘ. যক্ষ্মা

সৃজনশীল প্রশ্ন

১।

ক. পুরা কী?
খ. নিউমোনিয়া একটি মারাত্মক রোগ- ব্যাখ্যা কর।
গ. চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
ঘ. F উপাদানটি E অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ কর।

২।


ক. শ্বসন কী?
খ. পত্ররন্ধ্র কীভাবে শ্বসনে সাহায্য করে? ব্যাখ্যা কর।
গ. Y ও Z এর মধ্যে কোনটি X এর উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা কর।
ঘ. গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে E ও F কীভাবে একে অন্যের উপর নির্ভরশীল যুক্তিসহ লিখ।

নিজেরা কর
শ্বসনতন্ত্রের চিত্র এঁকে চিহ্নিত কর। শ্বসনে ফুসফুসের গুরুত্ব আলোচনা কর।

Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;