১। ___ বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম।
২। পৌরাণিক যুগে অনেক নতুন ___ আবির্ভাব ঘটে।
৩। প্রতিদিন নিয়ম মেনে যে কাজ করা হয় তাকে বলে ___।
৪। নিত্যকর্মের ফলে ___ শেখা যায়।
৫৷ ___ রোগ, শোক, জরা, ব্যাধি কিছুই নেই।
৬। যাঁরা মোক্ষলাভ করতে চান তাঁরা ___ সবাইকে ভালোবাসেন ।
১। হিন্দুধর্মের আরেক নাম ২। বৈদিক দেব-দেবীরা ছিলেন ৩। ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী প্রভৃতি ৪। নিত্যকর্মের ফলে যে কোনো কাজে পুরোপুরি ৫। আত্মার জীর্ণদেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করাকে বলে ৬। অর্জিত পুণ্য শেষ হলে জীবকে ৭। জন্ম-মৃত্যুর আবর্ত থেকে মুক্তি পেয়ে জীব পরম ব্রহ্মে | লীন হয় । সনাতন ধর্ম। নিরাকার। পৌরাণিক দেবতা। মনোযোগ দেওয়া যায়। নবজন্ম। পুনর্জন্ম লাভ করতে হয়। জন্মান্তর। অশেষ ক্ষমতাধর । |
১। ‘সনাতন' শব্দের অর্থ কী?
২। চারজন বৈদিক দেবতার নাম লেখ ।
৩। নিত্যকর্ম কয়প্রকার ও কী কী?
৪। জন্মান্তর কাকে বলে?
৫। ভালো কাজ কী? তার ফলে কী হয় ?
৬। মোক্ষ কাকে বলে ?
১। হিন্দুধর্মের সংক্ষিপ্ত বর্ণনা দাও ।
২। বেদের কয়টি কাণ্ড? এ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৩। পৌরাণিক যুগের হিন্দুধর্ম সম্পর্কে বর্ণনা কর ।
৪। নিত্যকর্ম কী? যে কোনো তিনটি নিত্যকর্মের বর্ণনা দাও ।
৫। জন্মান্তর কাকে বলে? এ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা কর।
৬। পাপ-পুণ্য ও স্বর্গ-নরক বলতে কী বোঝ?
৭। মোক্ষলাভের আকাঙ্ক্ষী ব্যক্তির বৈশিষ্ট্য বর্ণনা কর।
Read more