অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - জীববিজ্ঞান - রেচন প্রক্রিয়া | NCTB BOOK
434

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. ডায়ালাইসিস কী?
২. মালপিজিয়ান অঙ্গ কাকে বলে?
৩. পেলভিস কাকে বলে?
৪. রেচন পদার্থ বলতে কী বোঝায়?
৫. বৃক্কে পাথর বলতে কী বোঝায়?

রচনামূলক প্রশ্ন
১. সূত্রনালি সুস্থ রাখার উপায়গুলো ব্যাখ্যা কর।



বহুনির্বাচনি প্রশ্ন

১. ইউরিয়া কোথায় ভৈরি হয়?
ক. বৃক্কে
খ. যকৃতে
গ. দেহকোষে
ঘ. রেনাল ধমনিতে
২. বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা কমে-
i. শারীরিক ওজন হ্রাস পেলে
11. কম পানি পান করলে
iii. সস্বল্প পরিমাণ আমিষ খেলে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তান্নি পানি ও অন্যান্য খাদ্য গ্রহণে নিয়মনীতি মেনে চলে না। ইদানীং তার মুত্রের পরিমাণ কম হওয়াসহ কোমরের পিছনে ব্যথা হচ্ছে।
৩. তাগির দেহে উক্ত উপাদানটি কম হওয়ার কারণ-

i।ঘাম বেশি হওয়া
ii. ফল কম খাওয়া
iii. লবণান্ত খাদ্য গ্রহণ।
নিচের কোনটি সঠিক?
(ক)। ও il
(খ) i ও iil
(গ) ii ও iii
(ঘ) i, ii
৪. ভাগ্নির শরীরের উন্ত সমস্যার কারণ-

i।শরীরে পানি আসা
ii. মূত্রনালির প্রদাহ
iii. প্রস্রাবের সাথে শর্করা যাওয়া

  1. (ক)। ও il
    (খ) i ও iil
    (গ) ii ও iii
    (ঘ) i, ii,iii

সৃজনশীল প্রশ্ন


ক. মেডুলা কী?
খ. গ্লোমেরুলাস বলতে কী বোঝায়?
প. চিত্র A কে ছাঁকনির সাথে তুলনা করা হয় কেন? ব্যাখ্যা কর।
ঘ. চিত্র এ বিকল হলে কীভাবে এর প্রতিরোধ-ব্যবস্থা গ্রহণ করবে মতামত দাও।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...