অনুশীলনী (৩.৩)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - গণিত - পূর্ণসংখ্যা | NCTB BOOK
508
Summary

নিচে উল্লেখ করা কিছু গাণিতিক সমস্যার সমাধান এবং প্রশ্নের সারসংক্ষেপ:

  1. প্রথম প্রশ্ন: -a এর যোগাত্মক বিপরীত হলো -1a।
  2. দ্বিতীয় প্রশ্ন: 12 এর সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় 0।
  3. তৃতীয় প্রশ্ন: যে সংখ্যাটি চিহ্নিত করা হয়েছে তা হলো 5।
  4. চতুর্থ প্রশ্ন: প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত যোগ করলে হয় -15।
  5. পঞ্চম প্রশ্ন: ১ম ও ৩য় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার সাথে ২য় সংখ্যা যোগ করলে A > -90।
  6. ষষ্ঠ প্রশ্ন: A = 56, B = -53, এবং A - B = 3, সঠিক উত্তর হলো i ও ii।
  7. সপ্তম প্রশ্ন: চিত্রের অংশে রয়েছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং মৌলিক সংখ্যা।
  8. অষ্টম প্রশ্ন: সমতল মেঝে ঋণাত্মক নয়।
  9. নবম প্রশ্ন: 3 ধাপ ওপরে গিয়ে 5 ধাপ নিচে গেলে হবে -2।
  10. দশম প্রশ্ন: বিভিন্ন বিয়োগফল নির্ণয় করো।
  11. একাদশ প্রশ্ন: সংখ্যাগুলোতে >,<, বা = চিহ্ন বসানো।
  12. দ্বাদশ প্রশ্ন: ফাঁকাগুলো পূরণের সমস্যাগুলি।
  13. ত্রয়োদশ প্রশ্ন: মান নির্ণয় কর।
  14. চৌদ্দোশে: -3, 6, 9 সংখ্যা নিয়ে গণনা।

১। -a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি?

ক) +a (খ) -a2 (গ) 1a (ঘ) - 1a

২। 12 এর সাথে, এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়-

(ক) -24
(খ)-12
(গ) 0
(ঘ) 24

৩। -15 = -10; চিহ্নিত স্থানের সংখ্যাটি কত?

(ক) -25
(খ) -5
(গ) 25
(ঘ) 5

নিচের তথ্যের আলোকে (৪ ও ৫) নং প্রশ্নের উত্তর দাও।

-7, -8, -9 তিনটি পূর্ণসংখ্যা।

৪। প্রথম সংখ্যার সাথে ২য় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়-

(ক) -15
(খ) -1
(গ) 1
(ঘ) 15

৫। ১ম ও ৩য় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে ২য় সংখ্যা যোগ করলে যোগফল A হলে-

(ক) A < - 15
(খ) A > - 90
(গ) A > 97
(ঘ) A < - 97

৬। A = 45 (11) এবং B = 57 + (- 4) হলে-

(i) A = 56
(ii) B = - 53
(iii) A - B = 3
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii, ও iii

৭।

চিত্রের চিহ্নিত অংশে আছে-
(i) অঋণাত্মক পূর্ণ সংখ্যা
(ii) সকল মৌলিক সংখ্যা
(iii) সকল জোড় সংখ্যা
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii, ও iii

নিচের তথ্যের আলোকে (৮ ও ৯) নং প্রশ্নের উত্তর দাও।

চিত্র:

৮। সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের?

(ক) ঋণাত্মক
(খ) অঋণাত্মক
(গ) বিজোড়
(ঘ) মৌলিক

৯। সমতল মেঝে থেকে 3 ধাপ ওপরে গিয়ে সেখানে থেকে 5 ধাপ নিচে গেলে হবে-

(ক) -৪
(খ) -2
(গ) 2
(ঘ) ৪

১০। বিয়োগফল নির্ণয় কর:

(ক) 35-20
(খ) 72-90
(গ) (- 15) - (- 18)
(ঘ) (-20)-13
(ঙ) 23-(-12)
(চ) (- 32) - (- 40)

১১। নিচের ফাঁকা ঘরগুলোতে >,< বা = চিহ্ন বসাও:

(ক) (-3)+(-6) (- 3) - (- 6)

(খ) (- 21) - (- 10) (- 31) + (- 11)
(গ) 45-(-11) 57 + (- 4)
(ঘ) (- 25) - (- 42) (- 42) - (- 25)

১২। নিচের ফাঁকাগুলো পূরণ কর:

(ক) (- 8) + =0
(খ) 13 + = 10
(গ) 12 + (- 12) =
(ঘ) (- 4) + =-12
(ঙ) - 15 = -10

১৩। মান নির্ণয় কর:

(ক) (- 7) - 8 - (- 25)
(খ) (-13)+32-8-1
(গ) (- 7) + (- 8) + (- 90)
(ঘ) 50 - (- 40) - (- 2)

১৪। -3, 6, 9 তিনটি পূর্ণ সংখ্যা

(ক) -3 এবং 6; 9 এবং - 3; (- 3 + 6) এবং (9-6) এর মধ্যে বাবা = চিহ্ন বসাও।
(খ) - (- 3) + (- 6) + 9 এর মান নির্ণয় কর।
(গ) সংখ্যা রেখার সাহায্যে-3 এবং 6 এর যোগফল; 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় কর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...