অনুশীলনী

পঞ্চম শ্রেণি (ইবতেদায়ী) - আমার বাংলা বই - বীরের রক্তে স্বাধীন এ দেশ | NCTB BOOK
273

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।  

টহল  আসন্ন    অবধারিত    রক্তস্রোতে   রঞ্জিত   শায়িত

২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

নূর মোহাম্মদ শেখ   নান্নু মিয়া    শিপইয়ার্ডের   রুহুল আমিন  ১৯৪৩ ৮ই মে

ক. ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী 

………………………………………মুক্তিযোদ্ধা

খ. নিজের জীবনকে তুচ্ছ করে করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন……………………সেদিন এভাবেই রক্ষা মুক্তিযোদ্ধাদের জীবন

গ. ল্যান্সনায়েক মুন্সী আবদুর রউফ…………………সালের………………মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

ঘ. খুলনা……………………কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ……………………।

৩. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।

ক. নূর মোহাম্মদ শেখ কীভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়ে ছিলেন?

খ. ল্যান্সনায়েক মুন্সী আবদুর রউফের যুদ্ধের ঘটনাটা লিখি ৷

গ. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহিদ হয়েছিলেন ?

ঘ. গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীরযোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি ।

৪. ব্যাখ্যা করি।

দেশের এ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা ।

৫. বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি।

দুরন্ত       শান্ত       শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে ৷

অসীম      ………     ……………………………………………।

সুনাম       ………     ……………………………………………।

বীর           ………     ……………………………………………।

জয়           ………     ……………………………………………।

জীবন       ………      ……………………………………………।

 

৬. ঠিক উত্তরটিতে টিক (√)  চিহ্ন দিই।

ক. বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন ?

১. বাংলাদেশ রাইফেলসে      ২. ইস্ট পাকিস্তান রাইফেলসে

৩. বাংলাদেশ নেভিতে           ৪. কোনোটিই না

খ. বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মাদ শেখ এর জন্ম-

১. ১৯৩৬ সালের ২৬শে ফেব্রুয়ারি       ২. ১৯৩৮ সালের ২৬শে ফেব্রুয়ারি

৩. ১৯৩৫ সালের ২৬শে জানুয়ারি       ৪. ১৯৩৭ সালের ২৬শে জানুয়ারি গ. মুক্তিযোদ্ধাদের ১. মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল?

১. পাঁচটি         ২.সাতটি।

৩. আটটি         8.নয়টি

ঘ. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফকে সমাহিত করা হয়-

১. বোয়ালমারির সালামতপুর       ২. বক্সিবাজার

৩. নানিয়ারচরের চিংড়িখাল       ৪. বুড়িঘাট

৪. খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা-

১. নূর মোহাম্মদ শেখ      ২. মুন্সী আবদুর রউফ

৩. মোস্তফা কামাল        ৪. মোহাম্মদ রুহুল আমিন

৭. আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি ।

ক. শহিদ দিবস—             খ. স্বাধীনতা দিবস-

গ. বাংলা নববর্ষ-             ঘ. শহিদ বুদ্ধিজীবী দিবস-

ঙ. বিজয় দিবস-

Content added By

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...