অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - প্রাথমিক বিজ্ঞান - আমাদের পরিবেশ | | NCTB BOOK
21
21

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

১) খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কী ? 

২) উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল ? 

৩) মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও ?

৪) পরাগায়ন কী ?

বর্ণনামূলক প্রশ্ন :

১) খাদ্য শৃঙ্খলে কীভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা কর। 

২) নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা কর। 

       ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ 

৩) জীব কীভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা কর। 

৪) উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা কর। 

৫) তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কেন ?

Content added By
Promotion