অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - বাগধারা | | NCTB BOOK
17
17

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে? 

ক. প্রত্যয় খ. বাগধারা গ. সমাস ঘ. কারক 

২. কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে? 

ক. বাগধারা খ. প্রত্যয় গ. কারক ঘ. সমাস 

৩. বাগধারা ব্যবহারের সময়ে ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়? 

ক. শব্দ খ. অর্থ গ. প্রয়োগ ঘ. বর্গ 

৪. বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক? 

ক. সামাজিক-অর্থনৈতিক খ. সামাজিক-রাজনৈতিক 

গ. সামাজিক-মানসিক ঘ. সামাজিক-সাংস্কৃতিক

৫. নিচের কোনটি 'অন্ধের যষ্টি' অর্থ প্রকাশ করছে? 

ক. ভাগ্যের খেলা খ. দুর্লভ বস্তু গ. অসম্ভব কল্পনা ঘ. একমাত্র অবলম্বন 

৬. 'দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? 

ক. একচোখা খ. এক কথার মানুষ 

গ. উড়নচণ্ডী ঘ. কংস মামা 

৭. নীচের কোন অর্থটি 'কৈ মাছের প্রাণ' বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে? 

ক. সংকীর্ণমনা লোক খ. খুব অলস গ. খুব চালাক ঘ. যা সহজে মরে না 

৮. 'পটল তোলা'-এর সমার্থক বাগধারা কোনটি?

ক. অক্কা পাওয়া খ. তালকানা গ. ডুব মারা ঘ. ভরাডুবি

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

সামাজিক-অর্থনৈতিক
সামাজিক-রাজনৈতিক
সামাজিক-মানসিক
সামাজিক-সাংস্কৃতিক
Promotion