অনুশীলনী (১.১)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - গণিত - স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ | NCTB BOOK
889
Summary

সংখ্যার লেখার এবং বিশ্লেষণের কার্যক্রম:

  1. নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ:
    • বিশ হাজার সত্তর
    • ত্রিশ হাজার আট
    • পঞ্চান্ন হাজার চারশ
    • চার লক্ষ পাঁচ হাজার
    • সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর
    • ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর
    • ত্রিশ লক্ষ নয়শ চার
    • পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত
    • আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয়
    • একশ দুই কোটি পাঁচ হাজার সাতশ আট
    • নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই
    • তিন হাজার পাঁচশ কোটি পঁচাশি লক্ষ নয়শ একুশ
    • পঞ্চাশি বিলিয়ন তিনশ এক মিলিয়ন পাঁচশ আটত্রিশ হাজার
  2. নিচের সংখ্যাগুলো কথায় লেখ:
    • ৪৫৭৮৯
    • ৪১০০৭
    • ৮৯১০৭১
    • ২০০০৭৮
    • ৭৯০৬৭৮
    • ৮৯০০৭৫
    • ৪৪০০৭৮৫
    • ৬৮৭০৫০৯
    • ৭১০৫০৭০
    • ৫০৮৭৭০০৩
    • ৯৪৩০৯৭৯৯
    • ৮৩৯০০৭৬৫
  3. স্থানীয় মান নির্ণয়:
    • ৭২
    • ৩৫৯
    • ৪২০৩
    • ৭০৮০৯
    • ১৩০০৪৫০৭৮
    • ২৫০০০৯৭০৯
    • ৫৯০০০০৭৮৪৫
    • ৯০০৭৫৮৪৩২
    • ১০৫৭৮০৯২৩০০৪
  4. নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ।
  5. একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের সংখ্যা গঠন:
    • ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩ - বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা
    • ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭ - বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা
  6. পাঁচ অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ৭ এবং শেষের ৬:
  7. ৭৩৪৫৫ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ:

১। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ:
(ক) বিশ হাজার সত্তর, ত্রিশ হাজার আট, পঞ্চান্ন হাজার চারশ।
(খ) চার লক্ষ পাঁচ হাজার, সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর।
(গ) ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর, ত্রিশ লক্ষ নয়শ চার।
(ঘ) পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত।
(ঙ) আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয়।
(চ) একশ দুই কোটি পাঁচ হাজার সাতশ আট।
(ছ) নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই।
(জ) তিন হাজার পাঁচশ কোটি পঁচাশি লক্ষ নয়শ একুশ।
(ঝ) পঞ্চাশ বিলিয়ন তিনশ এক মিলিয়ন পাঁচশ আটত্রিশ হাজার।

২। নিচের সংখ্যাগুলো কথায় লেখ:
(ক) ৪৫৭৮৯; ৪১০০৭; ৮৯১০৭১।
(খ) ২০০০৭৮; ৭৯০৬৭৮; ৮৯০০৭৫।
(গ) ৪৪০০৭৮৫; ৬৮৭০৫০৯; ৭১০৫০৭০।
(ঘ) ৫০৮৭৭০০৩; ৯৪৩০৯৭৯৯; ৮৩৯০০৭৬৫।

৩। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় কর:
(ক) ৭২
(খ) ৩৫৯
(গ) ৪২০৩
(ঘ) ৭০৮০৯
(ঙ) ১৩০০৪৫০৭৮
(চ) ২৫০০০৯৭০৯
(ছ) ৫৯০০০০৭৮৪৫
(জ) ৯০০৭৫৮৪৩২
(ঝ) ১০৫৭৮০৯২৩০০৪।

৪। নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ।

৫। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর: (ক) ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩ (খ) ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭।

৬। সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ৭ এবং শেষে ৬ আছে?

৭। ৭৩৪৫৫ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ কর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...