অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - পবিত্র আত্মা | | NCTB BOOK
13
13

শূন্যস্থান পূরণ কর:

ক। নিম্নতর স্বভাব আমাদের ___ পথে নিয়ে যায় ।

খ। পবিত্র আত্মা আমাদের ___ পথে পরিচালনা করে।

গ। পবিত্র আত্মা আমাদের দেন ___ I

ঘ। দেহের বশে চললে আমরা ___ হই ৷

ঙ। দেহের বশে চললে ___ খুশি হয় ৷

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:

ক। দীক্ষাস্নানের সময় আমরা পবিত্র আত্মাকেক। শত্রুতা, বিবাদ, দলাদলি ও হিংসা ।
খ। পবিত্র আত্মার দান পেয়ে আমরা খ। ভালোবাসা, আনন্দ, শান্তি ও আত্মসংযম।
গ। নিম্নতর স্বভাবের কয়েকটি দিক হলো গ। পথে পরিচালিত করে।
ঘ। যারা পবিত্র আত্মার বশে চলে তাদের মধ্যে দেখা যায়ঘ। অন্তরে লাভ করেছি
ঙ। পবিত্র আত্মা আমাদের যীশুর দেখানো ঙ। “তবুও আমি যা চাই, তা নয়, তুমিই যা চাও, তাই হোক!”
 চ। পরিপক্ব খ্রিষ্টভক্ত হতে পারি।

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) স্বর্গারোহণের আগে যীশু শিষ্যদের কী প্রতিশ্রুতি দিয়েছিলেন?

খ) কে সর্বদা আমাদের পরিচালনা করেন ?

গ) সাধু পলের ভাষায় দেহের বশ বলতে কী বোঝায় ?

ঘ) পবিত্র আত্মার অনুপ্রেরণায় চলার অর্থ কী?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) দেহের বশে চলা ও পবিত্র অনুপ্রেরণায় চলা বলতে কী বোঝ ? 

খ) পবিত্র আত্মার প্রেরণা ও দেহের বশ বিষয় দুইটির পার্থক্য লেখ । 

গ) পবিত্র আত্মার দেখানো পথে কীভাবে আমরা চলতে পারি সে উপায়গুলো লেখ ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

কোমলতা, হিংসা ও দয়া
আনন্দ, করুণা ও ঈর্ষা
কোমলতা, বিশ্বস্ততা ও সহৃদয়তা
আত্মসংযম, শান্তি ও রাগারাগি
আমরা যেন সঠিকভাবে পরিচালিত হই
আমরা যেন যীশুকে ভালোবাসতে পারি
আমরা যেন স্বর্গে যাই
আমরা যেন জীবন পাই
দেহের বশে চললে
শয়তানের নির্দেশনায় চললে
পবিত্র আত্মার অনুপ্রেরণায় চললে
নিম্নতর স্বভাবের বশে চললে
সঠিক সিদ্ধান্ত নিতে
ভুল সিদ্ধান্ত নিতে
ভুল পথে চলতে
নিজের ইচ্ছামতো চলতে
Promotion