পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২

অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
Please, contribute to add content into অনুশীলনী.
Content

অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. কয়টি পদ্ধতিতে হাঁস পালন করা হয়? 

২. রেঞ্জ বা রান কী? 

৩. কয়েকটি জীবাণুনাশকের নাম লেখ । 

৪. ব্রুডিং কী? 

৫. লেষ্টিং পদ্ধতিতে প্রতিটি ফ্লকে কতটি হাঁস থাকে? 

৬. ১ম সপ্তাহে ব্রুডার ঘরের তাপমাত্রা কত ডিগ্রি রাখতে হবে?

 

 

Content added By

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. লেন্টিং পদ্ধতির সুবিধাসমূহ লেখ। 

২. মেঝেতে হাঁস পালনের সুবিধাগুলো লেখ। 

৩. বয়স অনুযায়ী ব্রুডার ঘরের তাপমাত্রা লেখ । 

৪. "অল ইন অল আউট” পদ্ধতি সংক্ষেপে দেখ । 

৫. ব্রুডিং কেন করা হয়?

 

 

Content added By

রচনামূলক উত্তর প্রশ্ন

১. হাঁস পালনের পদ্ধতিগুলো আলোচনা করো । 

২. থার্মোমিটার ছাড়া ব্রুডার ঘরে স্বাভাবিক তাপমাত্রা আছে কি না কীভাবে তা বোঝা যায় বর্ণনা করো । 

৩. বাচ্চা উঠানোর আগে ব্রুডার ঘর প্রস্তুতকরণ সম্পর্কে বিস্তারিত লেখ । 

৪. হাঁসের ঘর জীবাণুমুক্ত করার ধাপগুলো আলোচনা করো । 

৫. বাসস্থান এবং এর পারিপার্শ্বিকের স্বাস্থ্যসম্মত পরিবেশ বাজায় রাখার কৌশল লেখ ।

 

 

 

Content added By
Promotion