পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২

ব্রুডার ঘর প্রস্তুতকরণ

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

১.৩ ব্রুডার ঘর প্রস্তুতকরণ 

ব্রুডার ঘরে বাচ্চা আনার পূর্বে ব্রুডার ঘর প্রস্তুত করতে হয়। বাচ্চা আনার পূর্বে ঘরের মেঝে, দেয়াল, বেড়া এবং উপরের সিলিং ভালোভাবে পরিষ্কার করতে হবে। জীবাণুনাশক ঔষষ যেমন ফিনাইল, আরোসান বা অন্য কোনো ভাগ জীবাণুনাশক পানির সঙ্গে মিশিয়ে ঘরের মেঝে, দেখাল, বেড়া ইত্যাদিতে ছিটিয়ে দিয়ে পরকে জীবাণুযুক্ত করতে হবে। ব্রুডার ঘর এবং ঐটিং পাতিসমূহ ৩-৪% ফিনাইল দ্রবণ দিয়ে সঠিকভাবে ঘরের দেয়ালের উপর তার জালের বেড়া থাকলে এবং জানালায় কপাট না থাকলে বাচ্চাকে শীত অথবা বৃষ্টির কবল থেকে নিরাপদ রাখার জন্য জালের সাথে চট ঝুলিয়ে দিতে হবে। চট অবশ্যই পরিষ্কার ও জীবাণুমুক্ত হতে হবে। অন্য সময় চট উঠিয়ে রাখতে হবে যাতে বাইরের আলো-বাতাস ঘরে ঢুকতে পারে ।

ব্রুডার ঘরে যে লিটার ব্যবহার করা হবে তা রোদে ভালোভাবে শুকিয়ে বাচ্চা আনার পূর্বে মেঝেতে ৫-৮ সে.মি. পুরু করে বিছিয়ে রাখতে হবে। লিটারের উপর চট বা বস্তা বিছিয়ে তার উপর পানি পাত্র ও খাদ্য পাত্র দিয়ে ঘর প্রস্তুত রাখতে হবে। ৭৫টি বাচ্চার জন্য ১টি পানি পাত্র এবং প্রতি ৪০টি বাচ্চার জন্য ১টি খাদ্য পাত্র স্থাপন করতে হবে।

ব্রুডিং যন্ত্রপাতিসমূহ বাচ্চা আনার পূর্বে ব্রুডার ঘরে স্থাপন করতে হয়। ব্রুডার ঘরে বাচ্চা নেয়ার ১২-২৪ ঘন্টা পূর্বে থেকেই ব্রুডার জ্বালিয়ে ঘর গরম করে রাখতে হয়। বাচ্চা রাখার সময় সেডের তাপমাত্রা ২৪ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখতে হবে।

শ্রেণির তাত্ত্বিক কাজ

  • ব্রুডার ঘরে খাদ্য পাত্র ও পানি পাত্রের হিসাব কীভাবে নিরূপন করবে? 
  • ব্রুডারে বাচ্চা নেয়ার কত ঘন্টা পূর্বে ঘরের তাপমাত্রা ঠিক রাখতে হবে? 
  • ব্রুডার ঘরের আদর্শ তাপমাত্রা কত?

 

 

Content added By
Promotion