Loading [MathJax]/jax/output/CommonHTML/jax.js

অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - বিজ্ঞান সৌরজগৎ ও আমাদের পৃথিবী | - | NCTB BOOK
34
34

শূন্যস্থান পূরণ কর।

১. সূর্য মাঝারি আকারের একটি __________।

২. সূর্যকে কেন্দ্র করে _________ গ্রহ ঘুরছে

৩. চাঁদ পৃথিবীর একমাত্র ______ উপগ্রহ।

৪. আমরা পৃথিবীর ______ অবস্থান করি।

৫. ________ বলের প্রভাবে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না।

সংক্ষেপে উত্তর দাও।

১. কেন আগে মানুষ মনে করতো যে, সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে?
২. কোন কোন বিজ্ঞানী পৃথিবীকেন্দ্রিক মডেলের কথা বলেছেন?
৩. সূর্যসহ অন্যান্য নক্ষত্র কীভাবে তাপ ও আলো উৎপন্ন করে চলেছে তা, ব্যাখ্যা কর।
৪. ধুমকেতু কী? এদের লেজ কীভাবে সৃষ্টি হয়? একটি পরিচিত ধূমকেতুর উদাহরণ দাও।
৫. একটি উপমা ব্যবহার করে পৃথিবীর দুই ধরনের গতি ব্যাখ্যা কর।
৬. দিনরাত কীভাবে হয় তা একটি পরীক্ষার মাধ্যমে দেখাও।
৭. মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা কর।

বহুনির্বাচনি প্রশ্ন

১. কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত?

ক. বৃহস্পতি
খ. মঙ্গল
গ. শনি
ঘ. ইউরেনাস

২. সূর্যের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য তা হলো, এটি-
i. একটি নক্ষত্র
ii. একটি জলন্ত গ্যাসপিন্ড
iii. সকল গ্রহ ও নক্ষত্রকে আলো দেয়
নিচের কোনটি সঠিক?

ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

নিচের সারণি থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।

গ্রহসূর্য থেকে দূরত্ব (কোটি কি.মি.)সূর্যকে একবার প্রদক্ষিণের সময়
শুক্র১০.৮০২২৫ দিন
পৃথিবী১৪.৯৬৩৬৫ দিন
বৃহস্পতি৭৭.৮৫প্রায় ১২ বছর
শনি১৪২.৭০ বছর
ইউরেনাস২৮৭.১-
নেপচুন৪৪৯.৮১৬৫ বছর

৩. সারণিতে উল্লেখ করা হয়নি কিন্তু সূর্য থেকে প্রায় ২২.৮ কোটি কি.মি দূরে অবস্থিত গ্রহটির অবস্থান কোথায়?

ক. পৃথিবী এবং শুক্রের মধ্যখানে
খ. বৃহস্পতি এবং শনির মধ্যখানে
গ. শনি এবং নেপচুনের মধ্যখানে
ঘ. পৃথিবী ও বৃহস্পতির মধ্যখানে

৪. ইউরেনাসের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় কতো বছর সময় লাগবে-

ক. ১০ বছর
খ. ২৯ বছর
গ. ৮৪ বছর
ঘ. ১৭০ দিন

সৃজনশীল প্রশ্ন

১.

ক. আহ্নিক গতি কী?
খ. জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কেন?
গ. দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোটো রাত ও সবচেয়ে বড়ো দিন কখন হয় চিত্র, থেকে ব্যাখ্যা কর।
ঘ. উত্তর গোলার্ধে ৩০ শে ডিসেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য কেমন হবে যুক্তিসহ উপস্থাপন কর।

২.

ক. চাঁদ কতদিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে?
খ. প্লুটোকে এখন আর সৌরজগতের সদস্য ধরা হয় না কেন?
গ. রাতের বেলায় ৩ এবং ৪ নম্বর গ্রহের মধ্যে কোনটি অন্ধকারচ্ছন্ন থাকে ব্যাখ্যা কর।
ঘ. তৃতীয় গ্রহের সাথে অনেক মিল থাকা সত্ত্বেও ৪র্থ গ্রহটি জীবজগতের বসবাসের উপযোগী নয়- যুক্তিসহ ব্যাখ্যা কর।

Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;