অনুশীলনী (১.৩)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - গণিত - স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ | NCTB BOOK
930
Summary

নিষ্কर्ष:

  1. মৌলিক গুণনীয়ক দিয়ে গ.সা.গু. নির্ণয়:
    (ক) ১৪৪, ২৪০, ৬১২
    (খ) ৫২৫, ৪৯৫, ৫৭০
    (গ) ২৬৬৬, ৯৬৯৯২
  2. ভাগ প্রক্রিয়া দিয়ে গ.সা.গু. নির্ণয়:
    (ক) ১০৫, ১৬৫
    (খ) ৩৮৫, ২৮৬, ৪১৮৩
  3. মৌলিক গুণনীয়ক দিয়ে ল.সা.গু. নির্ণয়:
    (ক) ১৫, ২৫, ৩০
    (খ) ২২, ৮৮, ১৩২, ১৯৮
    (গ) ২৪, ৩৬, ৫৪, ৭২, ৯৬৪
  4. ইউক্লিডীয় পদ্ধতি দিয়ে ল.সা.গু. নির্ণয়:
    (ক) ৯৬, ১২০
    (খ) ৩৫, ৪৯, ৯১
    (গ) ৩৩, ৫৫, ৬০, ৮০, ৯০৫
  5. বৃহত্তম সংখ্যা যা ১০০ ও ১৮৪ কে ৪ ভাগশেষে ভাগ করে।
  6. বৃহত্তম সংখ্যা যা ২৭, ৪০ ও ৬৫ কে ৩, ৪, ৫ ভাগশেষে ভাগ করে।
  7. ক্ষুদ্রতম সংখ্যা যা ৮, ১২, ১৮ ও ২৪ কে ৫ ভাগশেষে ভাগ করে।
  8. ক্ষুদ্রতম সংখ্যা যা ২০, ২৫, ৩০, ৩৬ ও ৪৮ কে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষে ভাগ করে।
  9. লোহার এবং তামার পাতের দৈর্ঘ্য অনুযায়ী সর্ববৃহৎ টুকরার দৈর্ঘ্য ও সংখ্যা নির্ণয়।
  10. চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা বিভাজ্য।
  11. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যা ১৬, ২৪, ৩০ ও ৩৬ দ্বারা ১০ ভাগশেষে ভাগ হয়।
  12. ৪টি বাসের মিলনের দূরত্ব।
  13. দুই সংখ্যার গুনফল এবং গ.সা.গু. দিয়ে ল.সা.গু. নির্ণয়।

১। মৌলিক গুণনীয়কের সাহায্যে গ.সা.গু. নির্ণয় কর:
(ক) ১৪৪, ২৪০, ৬১২
(খ) ৫২৫, ৪৯৫, ৫৭০
(গ) ২৬৬৬, ৯৬৯৯

২। ভাগ প্রক্রিয়ায় গ.সা.গু. নির্ণয় কর:
(ক) ১০৫, ১৬৫
(খ) ৩৮৫, ২৮৬, ৪১৮

৩। মৌলিক গুণনীয়কের সাহায্যে ল.সা.গু. নির্ণয় কর:
(ক) ১৫, ২৫, ৩০
(খ) ২২, ৮৮, ১৩২, ১৯৮
(গ) ২৪, ৩৬, ৫৪, ৭২, ৯৬

৪। ইউক্লিডীয় পদ্ধতিতে ল.সা.গু. নির্ণয় কর:
(ক) ৯৬, ১২০
(খ) ৩৫, ৪৯, ৯১
(গ) ৩৩, ৫৫, ৬০, ৮০, ৯০

৫। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?
৬। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪,৫ ভাগশেষ থাকবে?
৭। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে?
৮। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকবে?
৯। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে.মি. ও ৯৬০ সে.মি.। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় কর।
১০। চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য?

১১। পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
১২। কোনো বাসস্ট্যান্ড থেকে ৪টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে ১০ কি.মি., ২০ কি.মি., ২৪ কি.মি. ও ৩২ কি.মি. পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে?
১৩। দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু. ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু. নির্ণয় কর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...