Summary
নিষ্কर्ष:
- মৌলিক গুণনীয়ক দিয়ে গ.সা.গু. নির্ণয়:
(ক) ১৪৪, ২৪০, ৬১২
(খ) ৫২৫, ৪৯৫, ৫৭০
(গ) ২৬৬৬, ৯৬৯৯২ - ভাগ প্রক্রিয়া দিয়ে গ.সা.গু. নির্ণয়:
(ক) ১০৫, ১৬৫
(খ) ৩৮৫, ২৮৬, ৪১৮৩ - মৌলিক গুণনীয়ক দিয়ে ল.সা.গু. নির্ণয়:
(ক) ১৫, ২৫, ৩০
(খ) ২২, ৮৮, ১৩২, ১৯৮
(গ) ২৪, ৩৬, ৫৪, ৭২, ৯৬৪ - ইউক্লিডীয় পদ্ধতি দিয়ে ল.সা.গু. নির্ণয়:
(ক) ৯৬, ১২০
(খ) ৩৫, ৪৯, ৯১
(গ) ৩৩, ৫৫, ৬০, ৮০, ৯০৫ - বৃহত্তম সংখ্যা যা ১০০ ও ১৮৪ কে ৪ ভাগশেষে ভাগ করে।
- বৃহত্তম সংখ্যা যা ২৭, ৪০ ও ৬৫ কে ৩, ৪, ৫ ভাগশেষে ভাগ করে।
- ক্ষুদ্রতম সংখ্যা যা ৮, ১২, ১৮ ও ২৪ কে ৫ ভাগশেষে ভাগ করে।
- ক্ষুদ্রতম সংখ্যা যা ২০, ২৫, ৩০, ৩৬ ও ৪৮ কে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষে ভাগ করে।
- লোহার এবং তামার পাতের দৈর্ঘ্য অনুযায়ী সর্ববৃহৎ টুকরার দৈর্ঘ্য ও সংখ্যা নির্ণয়।
- চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা বিভাজ্য।
- পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যা ১৬, ২৪, ৩০ ও ৩৬ দ্বারা ১০ ভাগশেষে ভাগ হয়।
- ৪টি বাসের মিলনের দূরত্ব।
- দুই সংখ্যার গুনফল এবং গ.সা.গু. দিয়ে ল.সা.গু. নির্ণয়।
১। মৌলিক গুণনীয়কের সাহায্যে গ.সা.গু. নির্ণয় কর:
(ক) ১৪৪, ২৪০, ৬১২
(খ) ৫২৫, ৪৯৫, ৫৭০
(গ) ২৬৬৬, ৯৬৯৯
২। ভাগ প্রক্রিয়ায় গ.সা.গু. নির্ণয় কর:
(ক) ১০৫, ১৬৫
(খ) ৩৮৫, ২৮৬, ৪১৮
৩। মৌলিক গুণনীয়কের সাহায্যে ল.সা.গু. নির্ণয় কর:
(ক) ১৫, ২৫, ৩০
(খ) ২২, ৮৮, ১৩২, ১৯৮
(গ) ২৪, ৩৬, ৫৪, ৭২, ৯৬
৪। ইউক্লিডীয় পদ্ধতিতে ল.সা.গু. নির্ণয় কর:
(ক) ৯৬, ১২০
(খ) ৩৫, ৪৯, ৯১
(গ) ৩৩, ৫৫, ৬০, ৮০, ৯০
৫। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?
৬। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪,৫ ভাগশেষ থাকবে?
৭। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে?
৮। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকবে?
৯। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে.মি. ও ৯৬০ সে.মি.। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় কর।
১০। চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
১১। পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
১২। কোনো বাসস্ট্যান্ড থেকে ৪টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে ১০ কি.মি., ২০ কি.মি., ২৪ কি.মি. ও ৩২ কি.মি. পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে?
১৩। দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু. ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু. নির্ণয় কর।
Read more