দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক (১.৪)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - গণিত - স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ | NCTB BOOK
984

কোটি

নিযুত

লক্ষ

অযুত

হাজার

শতক

দশক

একক

বিলিয়ন

মিলিয়ন

হাজার

শতক

দশক

একক

১১১

১১১

১১১

লক্ষ করি :

  • মিলিয়নের ঘরে সর্বডানের ১ এর স্থানীয় মান ১ মিলিয়ন। দেশীয় রীতিতে এ ঘরটি হলো নিযুতের ঘর। অর্থাৎ, এ ঘরে ১ এর স্থানীয় মান ১ নিযুত বা ১০ লক্ষ।
  • বিলিয়নের ঘরের সর্বডানের ১ এর স্থানীয় মান ১ বিলিয়ন। কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের ১ এর স্থানীয় মান ১০০ কোটি।

সুতরাং আমরা পাই,

১ মিলিয়ন = ১০ লক্ষ
১ বিলিয়ন = ১০০ কোটি

উদাহরণ ৫। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখ: ২০৪৩৪০৪৩২০০৪।

সমাধান: ডানদিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই, ২০৪,৩৪০,৪৩২,০০৪।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়:
দুইশ চার বিলিয়ন তিনশ চল্লিশ মিলিয়ন চারশ বত্রিশ হাজার চার।

উদাহরণ ৬।

(ক) ৫ মিলিয়নে কত লক্ষ?
(খ) ৫০০ কোটিতে কত বিলিয়ন ?

সমাধান :

(ক)

১ মিলিয়ন = ১০ লক্ষ
৫ মিলিয়ন = (৫ × ১০) লক্ষ = ৫০ লক্ষ।

(খ)

১০০ কোটি = ১ বিলিয়ন
১ কোটি = (১ ÷ ১০০) বিলিয়ন
৫০০ কোটি = (৫০০ ÷১০০) বিলিয়ন = ৫ বিলিয়ন

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...