শূন্যস্থান পূরণ কর
১. মৌলিক পদার্থ ________ উপাদান দিয়ে তৈরি।
২. লবণ ও চিনি _________ পদার্থ
৩. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম ________ .
8. _________ হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
৫. পরমাণুর কেন্দ্রে __________ থাকে।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কী বোঝায়?
২. অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা কর।
৩. ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্য কী?
৪. পরমাণু ভেঙে কী কী কণা পাওয়া যায়? এরা পরমাণুর কোথায় অবস্থান করে?
বহুনির্বাচনি প্রশ্ন
১. কোনটি মৌলিক পদার্থের অণু?
ক. Η
খ. Ne
গ. N
ঘ. NO
নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।
পদার্থ | প্রতীক | সংকেত |
১ | C12 | |
২ | Al | |
৩ | O3 | |
৪ | Br2 | |
৫ | NH3 | |
৬ | NaOH | |
৭ | Cu |
২. উপরের ছকে প্রতীক ও সংকেতের মাধ্যমে প্রকাশিত একই ধর্মের মৌল কোনগুলো?
ক. ২,৪
খ. ১,৩
গ. ১,৪
ঘ. ২, ৬
৩. কোন পদার্থের অণুতে পরমাণুর সংখ্যা সমান?
ক. ২, ৩
খ. ৩, ৪
গ. ৪,৫
ঘ. ৩, ৬
সৃজনশীল প্রশ্ন
১. নিচের ছকে তিনটি পদার্থ এবং তাদের গঠনকারী পরমাণু সংখ্যা উল্লেখ করা হলো।
পদার্থ | পরমাণুর সংখ্যা |
১ | Na - ১টি CI- ১টি |
২ | F - ২টি |
৩ | C - ১টি ০ - ২টি |
ক. হিলিয়ামের প্রতীক কী?
খ. কার্বন কেন মৌলিক পদার্থ? বর্ণনা কর।
গ. ১ নং পদার্থটির সংকেতসহ রাসায়নিক নাম লেখ এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. ছকের ২ নং পদার্থ মৌলিক এবং ৩নং পদার্থ যৌগিক ব্যাখ্যা কর।
২.
ক. পরমাণু কী?
খ. O এবং O2 এর মধ্যে পার্থক্য কী?
গ. দ্বিতীয় কক্ষ পথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্রটি আঁক।
ঘ. তোমার আঁকা চিত্রটির স্বপক্ষে যুক্তি দাও।