অনুশীলনী

পঞ্চম শ্রেণি (ইবতেদায়ী) - আমার বাংলা বই - ভাবুক ছেলেটি | NCTB BOOK
499

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি ।

পর্যবেক্ষণ পাণ্ডিত্যপূর্ণ বিজয়স্তম্ভ গিরিডি কল্পকাহিনি বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রবেশিকা এফএ

 

২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

বিজয়স্তম্ভ  কল্পকাহিনি  আবিষ্কার  কল্যাণ  পাণ্ডিত্যপূর্ণ  দুরন্ত  পদার্থে 

পদার্থবিজ্ঞানের বিস্ময়ে বাড়িতে অতিক্ষুদ্র কর্তব্য প্রাণী জীবনের

ক. তাঁর……………………. বক্তৃতা শুনে তাঁকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয় ৷

খ. দেশের…………………. করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন ।

গ. জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব……………………দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন।

ঘ. জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি…………………।

ঙ. জগদীশচন্দ্র বসুর ‘নিরুদ্দেশের কাহিনি ' বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক……………...।

চ. ছেলেটি তেমন……………………নয়।

ছ. মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক……………ভাবে।

জ. ওর পড়াশোনার শুরু……………।

ঝ. প্রেসিডেন্সি কলেজে…………….অধ্যাপক পদে যোগ দেন ।

ঞ. প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে……………পালন করেন। 

ট. তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও…………….. মধ্যে অনেক মিল আছে।

ঠ. তিনি………….তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন ৷

 

৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি ও বলি।

ক. ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন ?

খ. তিনি ছোটবেলায় কী কী নিয়ে ভাবতেন ? 

গ. তিনি কবে, কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন?

ঘ. কখন থেকে তিনি ‘বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু’ হয়ে ওঠেন? 

ঙ. কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন ?

চ. তাঁর বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে ?

ছ. বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তাঁর সফলতাকে কোন নামকরা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে?

জ. ‘পলাতক তুফান' নামে লেখাটির আগে কী নাম ছিল? তাঁর কোন বইয়ে এটি ছাপা হয় ? ঝ. অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কী প্রতিষ্ঠা করেন?

ঞ. ‘তাঁর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি বিজয়স্তম্ভ।' এমন কথা কোন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন? কেন বলেছিলেন।

 

৪. ঠিক উত্তরটিতে টিক (√)  চিহ্ন দিই।

ক. কোন সত্যটি প্রমাণ করে জগদীশচন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন ?

১. গাছের প্রাণ আছে            ২. অতিক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করে

৩. মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে     ৪. বেতার এবং টেলিভিশন আবিষ্কারের মাধ্যমে

খ. জগদীশচন্দ্র বসু কলকাতায় প্রেসিডেন্সি কলেজে কোন বিষয়ের অধ্যাপক হিসেবে

যোগদান করেন ?

১. বাংলা    ২. পদার্থবিজ্ঞান

৩. ইংরেজি   ৪. গণিত

গ. জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন?

১. ময়মনসিংহ      ২. ঢাকা

৩. কুমিল্লা        ৪. ফরিদপুর

ঘ. ‘জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি বিজয়স্তম্ভ' কথাটি কে বলেছিলেন ?

১. বিজ্ঞানী অলিভার লজ   ২. বিজ্ঞানী লর্ড কেলভিন

৩. বিজ্ঞানী আইনস্টাইন     ৪. বিজ্ঞানী গ্যালিলিও

৫. কথাগুলো বুঝে নিই ।

শিক্ষার ধাপ পার    - প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়-এর শিক্ষা হলো একটার পর একটা শিক্ষার ধাপ

 

বকেয়া পরিশোধ     - কারো নিকট কোনো টাকা-পয়সা পাওনা থাকলে যদি সময়মতো দেওয়া না হয় তখন তা বকেয়া হয়ে যায় ৷ পরে যদি আগের পাওনা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলে বকেয়া পরিশোধ।

অন্যতম      - বহুর মধ্যে এক হলে তাকে বলা হয় অন্যতম। কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য ‘অন্যতম' শব্দটি ব্যবহার করা যায় ৷

তথ্যের আদান-প্ৰদান  - তথ্য বলতে ঠিক সংবাদ, প্রকৃত অবস্থা বা সত্যকে বোঝাতো কিন্তু আজকের দিনে লিখে, ছাপিয়ে অথবা বেতার, টেলিভিশন, ফোন, ইন্টারনেটের সাহায্যে যত রকম কিছু পাওয়া যায়, পাঠানো যায় তার সবই তথ্যের আদান-প্রদান ।

নাইট উপাধি  - নাইট উপাধি ব্রিটিশরাজের অত্যন্ত সম্মানজনক উপাধি । এঁদেরকে ‘স্যার' বলে সম্বোধন করা হয় ৷

 

৬. কর্ম-অনুশীলন।

‘বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি ৷ 

 

৭. আমার জানা যেকোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে ২০টি বাক্য লিখি ।

Content added By

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...