অনুশীলনী

পঞ্চম শ্রেণি (ইবতেদায়ী) - আমার বাংলা বই - ফেব্রুয়ারির গান | NCTB BOOK
178

১. কবিতাটির মূলভাব জেনে নিই।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্বরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ এই দিনে আন্দোলন শুরু করে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। সালাম, বরকত, শফিক, জব্বার ও আরও অনেকে (যাদের নাম জানা যায় নি) শহিদ হন। ঐ ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান রিটন ‘ফেব্রুয়ারির গান' কবিতাটি লিখেছেন। বাংলা ভাষার প্রতি মমতা আর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়।

২. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

মুখ ঊর্মি ঊর্মিমালা স্রোতক্ষিনী সমুদ্দুর বাহার স্বর্ণলতা প্রতিধ্বনি

৩. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

সমুদ্দুর মুখ   বাহার প্রতিধ্বনি    মন ভোলানো  স্রোতস্বিনীতে

ক. বাংলার সৌন্দর্য দেখে আমি……………………।

খ. গ্রীষ্মকালে ফলে……………………………দেখা যায়।

গ. সাত……………………………তের নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না।

ঘ. ……………………………………ভেসে চলেছে পাল তোলা নৌকা।

ঙ. রংধনুর…………………………রং এ আকাশ রঙিন হয়েছে।

চ. সকল মানুষের কন্ঠে একই………………………………।

৪. প্রশ্নগুলোর উত্তর জেনে নিই ও লিখি।

ক. কবি এই কবিতায় কত ধরনের সূরের কথা বলেছেন ?

খ. পাতা আর স্বর্ণলতা কিসে মুখ হচ্ছে? গ. প্রজাপতি ফুলের সাথে কীভাবে কথা বলে?

ঘ. আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি?

ঙ. 'শহিদ ছেলের দান' হিসেবে আমরা কী পেয়েছি?

৫. ঠিক উত্তরটিতে টিক  (√)  চিহ্ন দিই।

ক. মনের কথা কীভাবে বলব?

১. মায়ের ভাষায়    ২. বাবার ভাষায়

৩. দাদার ভাষায়    ৪. মামার ভাষায়

খ. পাখির গানে সবার প্রাণ কেমন হয়?

১. বিরক্ত    ২. যুদ্ধ

৩. রাগ     ৪. খুশি

গ. নদীর অপর নাম কী?

১. স্রোতশিনী। ২.পুকুর

৩. সমুদ্র ৪. খাল

খ. ফুলের সাথে কে কথা বলে?

১. প্রজাপতি  ২. হরিণ

৩. মানুষ    ৪. পাখি

ঙ. ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা?

১. ভাইয়ের   ২. মামার

৩. বাবার    ৪. মানুষের

৬. কর্ম-অনুশীলন

একুশে ফেব্রুয়ারি সম্বন্ধে একটি অনুচ্ছেদ রচনা করি।

কবি পরিচিতি

লুৎফর রহমান রিটন ১৯৬১ সালের ১লা এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। বিচিত্র বিষয়ে ছড়া ও কবিতা রচনা করে তরুণ বয়সেই তিনি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। ছড়া ছাড়াও তিনি গল্প উপন্যাস লেখেন। এরই স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। টেলিভিশনের উপস্থাপক হিসেবেও তিনি খ্যাতিমান। তাঁর উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ : 'থুরি', "ঢাকা আমার ঢাকা', ‘ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ', 'ভূতের বিয়ের নিমন্ত্রণে', 'বাচ্চা হাতির কাণ্ডকারখানা' ইত্যাদি।

  
 

 

 


 

লুৎফর রহমান রিটন

Content added By

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...